নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২৭টি। এর মধ্যে নিহত হয়েছেন ৩৯৮ জন এবং আহত ৪২৩ জন। সে হিসাবে দৈনিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গড়ে ১৩ জন। এসব দুর্ঘটনার মধ্যে ১৪২টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন ১৫১ জন। যা গত মাসে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩৭ দশমিক ৯৩ শতাংশ। আর মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল ৪৩ দশমিক ৪২ শতাংশ।
আজ বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৮৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৩ জন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এসব দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী মানুষ নিহত হয়েছেন ৩২৯ জন। অর্থাৎ মোট নিহতের ৮২ দশমিক ৬৬ শতাংশই এই বয়সসীমার মধ্যে।
এ ছাড়া, দিন হিসাবে জুন মাসে দৈনিক গড়ে ১৩ দশমিক ২৬ জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। অথচ মাসটির অর্ধেক জুড়ে এলাকাভিত্তিক লকডাউনে বিভিন্ন জেলা শহরে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। আবার ২৮ জুন থেকে সর্বাত্মক লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ। এরপরও দুর্ঘটনা ও প্রাণহানির এই চিত্র উদ্বেগজনক বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।
গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২৭টি। এর মধ্যে নিহত হয়েছেন ৩৯৮ জন এবং আহত ৪২৩ জন। সে হিসাবে দৈনিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গড়ে ১৩ জন। এসব দুর্ঘটনার মধ্যে ১৪২টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন ১৫১ জন। যা গত মাসে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩৭ দশমিক ৯৩ শতাংশ। আর মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল ৪৩ দশমিক ৪২ শতাংশ।
আজ বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৮৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৩ জন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এসব দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী মানুষ নিহত হয়েছেন ৩২৯ জন। অর্থাৎ মোট নিহতের ৮২ দশমিক ৬৬ শতাংশই এই বয়সসীমার মধ্যে।
এ ছাড়া, দিন হিসাবে জুন মাসে দৈনিক গড়ে ১৩ দশমিক ২৬ জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। অথচ মাসটির অর্ধেক জুড়ে এলাকাভিত্তিক লকডাউনে বিভিন্ন জেলা শহরে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। আবার ২৮ জুন থেকে সর্বাত্মক লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ। এরপরও দুর্ঘটনা ও প্রাণহানির এই চিত্র উদ্বেগজনক বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৬ নভেম্বর) মুনাফা অর্জনের মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রশংসা করেছেন
৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এ
৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বন্দর নগরী চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
৬ ঘণ্টা আগেসনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তাঁর জামিনের বিষয়ে ভারতের দেওয়া বিবৃতির কড়া জবাব দিয়েছে বাংলাদেশ
৬ ঘণ্টা আগে