যক্ষ্মা নিয়ন্ত্রণে গঠিত হলো ‘সংসদীয় যক্ষ্মা ককাস’

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২৩, ১৯: ৪৭
Thumbnail image

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির নেতৃত্বে এবং স্টপ টিবি পার্টনারশিপের (ইউএনওপিএস) সহযোগিতায় গঠিত হয়েছে সংসদীয় যক্ষ্মা ককাস। গতকাল রোববার আইসিডিডিআরবি ও প্রিপ ট্রাস্টের যৌথ আয়োজিত সভায় এই ককাস গঠিত হয়। দেশে প্রথমবারের মতো সংসদীয় এই প্ল্যাটফর্মের গঠন ও এর কার্যক্রম-সংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পার্লামেন্ট মেম্বারস ক্লাবে। 

ককাসটি পরিচালনায় সহায়তা করতে একটি সেক্রেটারিয়েট থাকবে। যা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও সংসদ সদস্যদের যক্ষ্মা নির্মূলের লক্ষ্য অর্জনে কাঠামোগত সক্ষমতা তৈরিতে সহায়তা করবে। অনুষ্ঠানে ককাস সদস্যদের তালিকা এবং প্রতিশ্রুতির রূপরেখাও উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে ককাসের ঘোষণা করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিডিডিআরবি, ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের সিনিয়র ডিরেক্টর ড. ফিরদৌসী কাদরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত। ককাসের সভাপতিত্ব করবেন ডা. মো. হাবিবে মিল্লাত, সহসভাপতিত্ব করবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন আরমা দত্ত। 

সভায় বলা হয়, যক্ষ্মা একটি সংক্রামক, প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য রোগ হলেও বাংলাদেশ ও বিশ্বব্যাপী এটি অসংখ্য মৃত্যুর কারণ। এই পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে যক্ষ্মা মোকাবিলা কার্যক্রমকে ত্বরান্বিত করতে সংসদীয় যক্ষ্মা ককাস গঠন একটি অগ্রণী পদক্ষেপ। কারণ, সংসদ সদস্যরাই পারেন তাঁদের অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কথা জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনায় তুলে ধরতে। এই ককাস বাংলাদেশ জাতীয় সংসদের প্রভাবশালী সদস্যদের সমন্বয়ে গঠিত হবে, যারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যক্ষ্মা মোকাবিলায় প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে ধরতে রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত