নিজস্ব প্রতিবেদক
ঢাকা: গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে পরিবহন মালিক সমিতি। এর ধারাবাহিকতায় আজ সকাল থেকে আবারও অভিযানে নেমেছেন তাঁরা। কোন অবস্থাতেই গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করতে দেওয়া হচ্ছে না।
পরিবহন মালিকদের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে অভিযানের নামে। এ সময় সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেটগামী সব গণপরিবহনেকে থামিয়ে চেক করা হয়। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে বাসের ড্রাইভার এবং হেলপারকে সতর্ক করা হচ্ছে।
রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ অভিযানের বিষয়ে ঢাকা পরিবহন মালিক সমিতির প্রচার সম্পাদক মো. মহারাজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসে স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। কঠোর অবস্থানে রয়েছি আমরা। যেসব বাস অতিরিক্ত যাত্রী বহন করছে তাঁদের বিরুদ্ধে বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা মামলা দিচ্ছেন। পাশাপাশি আমরা যাত্রীদেরও সচেতন করছি। অতিরিক্ত যাত্রী না হওয়ার জন্য। অনেক যাত্রী মাস্ক ছাড়া বাসে উঠেছেন। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে নিয়ে পরবর্তীতে অন্য বাসে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু কোন অবস্থায় বাসে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না।
পরিবহন মালিকদের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ম্যাজিস্ট্রেট এ অভিযানে উপস্থিত ছিলেন। যেসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। তাঁদের জরিমানার আওতায় আনা হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা যায়, গত মে মাসে সারা দেশে ২০১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিআরটিএ। মামলা হয়েছে ১ হাজার ৯৭টি। জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৮ হাজার ৪৫০ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ১৭ জনকে। গাড়ি ডাম্পিং করা হয়েছে তিনটি।
দ্বিতীয় দফা করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর পরিবহন মালিকদের চাপে সরকার গত ২৪মে থেকে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেয়।
ঢাকা: গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে পরিবহন মালিক সমিতি। এর ধারাবাহিকতায় আজ সকাল থেকে আবারও অভিযানে নেমেছেন তাঁরা। কোন অবস্থাতেই গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করতে দেওয়া হচ্ছে না।
পরিবহন মালিকদের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে অভিযানের নামে। এ সময় সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেটগামী সব গণপরিবহনেকে থামিয়ে চেক করা হয়। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে বাসের ড্রাইভার এবং হেলপারকে সতর্ক করা হচ্ছে।
রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ অভিযানের বিষয়ে ঢাকা পরিবহন মালিক সমিতির প্রচার সম্পাদক মো. মহারাজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসে স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। কঠোর অবস্থানে রয়েছি আমরা। যেসব বাস অতিরিক্ত যাত্রী বহন করছে তাঁদের বিরুদ্ধে বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা মামলা দিচ্ছেন। পাশাপাশি আমরা যাত্রীদেরও সচেতন করছি। অতিরিক্ত যাত্রী না হওয়ার জন্য। অনেক যাত্রী মাস্ক ছাড়া বাসে উঠেছেন। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে নিয়ে পরবর্তীতে অন্য বাসে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু কোন অবস্থায় বাসে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না।
পরিবহন মালিকদের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ম্যাজিস্ট্রেট এ অভিযানে উপস্থিত ছিলেন। যেসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। তাঁদের জরিমানার আওতায় আনা হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা যায়, গত মে মাসে সারা দেশে ২০১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিআরটিএ। মামলা হয়েছে ১ হাজার ৯৭টি। জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৮ হাজার ৪৫০ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ১৭ জনকে। গাড়ি ডাম্পিং করা হয়েছে তিনটি।
দ্বিতীয় দফা করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর পরিবহন মালিকদের চাপে সরকার গত ২৪মে থেকে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেয়।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
১২ ঘণ্টা আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
১২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
১৫ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
১৫ ঘণ্টা আগে