নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডেটাবেইস রয়েছে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) কাছে। সেই ডেটাবেইস নির্বাচন কমিশনকে ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর।
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনএইচসিআরের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
হুমায়ুন কবীর বলেন, ‘ইউএনএইচসিআরের কাছে যে তথ্য আছে, সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সে অনুযায়ী তারা রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে। এই ডেটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে।’
ইসির এ কর্মকর্তা বলেন, ‘এই তথ্য আমাদের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, না অন্য কোথাও থাকবে, এটা নিয়ে সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার ছিল। এটা চূড়ান্ত হয়েছে যে-এটা নির্বাচন কমিশনে (ইসি) থাকবে। কীভাবে, কোথায়, কখন ব্যবহার করতে হবে, এটা নিয়ে আরও বসতে হবে। তাঁদের (ইউএনএইচসিআর) পরামর্শ অনুযায়ী একটা টেকনিক্যাল টিম আজকে করা হয়েছে।’
এনআইডি মহাপরিচালক বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডেটা পাব, তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর এত কষ্ট করতে হবে না। কেন না, ওই ডেটার সঙ্গে মিলে গেলেই তো আমরা বুঝব যে রোহিঙ্গা। সুতরাং এটা আমাদের প্রথমেই কাজে লাগবে। তাদের সঙ্গে বৈঠকে পাসপোর্টের বিষয়টাও আলোচনা এসেছে। পাসপোর্ট আমাদের এনআইডি ব্যবহার করে। যদি এনআইডিকে আমরা ক্লিন করতে পারি, রোহিঙ্গা নেই-এটা যদি নিশ্চিত করতে পারি, এটা তাঁদের জন্য (পাসপোর্ট কর্তৃপক্ষ) কমফোরটেবল হবে।’
এই ডেটাবেইস পেলে ইতিমধ্যে রোহিঙ্গারা সার্ভারে ঢুকেছে কি না, তা কি শনাক্ত করার উদ্যোগ নেবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডেফিনেটলি। প্রথম হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করার সঙ্গে সঙ্গেই তো আমরা এগুলো (এনআইডি) লক করে দেব। আমরা জানার বা বোঝার পরপরই লক হয়ে যাবে। তারা তো আমাদের নাগরিক নয়। সুতরাং জানবার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। একজন থাকলেও তো বাদ দিতে হবে।’
ডেটাবেইসে কতজন রোহিঙ্গা রয়েছে, এ প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘১০ লাখের বেশি রোহিঙ্গা আছে বলে তাঁরা (ইউএনএইচসিআর) জানিয়েছেন।’
কত দিনের মধ্যে ডেটাবেইস পাওয়া যাবে, এ প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, ‘আমরা অনুরোধ করেছি ইমিডিয়েটলি দরকার। তাঁরা সম্মত হয়েছেন, তবে অনেকগুলো বৈঠক করা লাগবে। পরস্পরকে বুঝতে একটু সময় লাগবে। ডেটাটা এমনভাবে দেবে যেন রোহিঙ্গাদের চিহ্নিত করতে পারি। কাজেই পুরো ডেটা যদি না পাই, সেটা তো পারব না।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ইসির এ কর্মকর্তা বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় এরা (রোহিঙ্গা) ছড়িয়ে ছিটিয়ে আছে। কাজেই এটা আর চট্টগ্রাম অঞ্চলে সীমাবদ্ধ নেই।’
তাহলে নতুন ভোটার হতে গেলে সব ভোটারের তথ্য রোহিঙ্গাদের ডেটাবেইসে মেলানো হবে, এমন প্রশ্নের জবাবে ইসির মহাপরিচালক বলেন, ‘আমার বাবা-মায়ের তথ্য তো সার্ভারে আছে। কাজেই আমি ভোটার হতে এলে আর চেক করার দরকার নেই। আমার মনে হয় এটি সুনির্দিষ্টভাবে বলতে গেলে আরও সময় লাগবে।’
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডেটাবেইস রয়েছে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) কাছে। সেই ডেটাবেইস নির্বাচন কমিশনকে ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর।
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনএইচসিআরের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
হুমায়ুন কবীর বলেন, ‘ইউএনএইচসিআরের কাছে যে তথ্য আছে, সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সে অনুযায়ী তারা রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে। এই ডেটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে।’
ইসির এ কর্মকর্তা বলেন, ‘এই তথ্য আমাদের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, না অন্য কোথাও থাকবে, এটা নিয়ে সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার ছিল। এটা চূড়ান্ত হয়েছে যে-এটা নির্বাচন কমিশনে (ইসি) থাকবে। কীভাবে, কোথায়, কখন ব্যবহার করতে হবে, এটা নিয়ে আরও বসতে হবে। তাঁদের (ইউএনএইচসিআর) পরামর্শ অনুযায়ী একটা টেকনিক্যাল টিম আজকে করা হয়েছে।’
এনআইডি মহাপরিচালক বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডেটা পাব, তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর এত কষ্ট করতে হবে না। কেন না, ওই ডেটার সঙ্গে মিলে গেলেই তো আমরা বুঝব যে রোহিঙ্গা। সুতরাং এটা আমাদের প্রথমেই কাজে লাগবে। তাদের সঙ্গে বৈঠকে পাসপোর্টের বিষয়টাও আলোচনা এসেছে। পাসপোর্ট আমাদের এনআইডি ব্যবহার করে। যদি এনআইডিকে আমরা ক্লিন করতে পারি, রোহিঙ্গা নেই-এটা যদি নিশ্চিত করতে পারি, এটা তাঁদের জন্য (পাসপোর্ট কর্তৃপক্ষ) কমফোরটেবল হবে।’
এই ডেটাবেইস পেলে ইতিমধ্যে রোহিঙ্গারা সার্ভারে ঢুকেছে কি না, তা কি শনাক্ত করার উদ্যোগ নেবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডেফিনেটলি। প্রথম হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করার সঙ্গে সঙ্গেই তো আমরা এগুলো (এনআইডি) লক করে দেব। আমরা জানার বা বোঝার পরপরই লক হয়ে যাবে। তারা তো আমাদের নাগরিক নয়। সুতরাং জানবার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। একজন থাকলেও তো বাদ দিতে হবে।’
ডেটাবেইসে কতজন রোহিঙ্গা রয়েছে, এ প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘১০ লাখের বেশি রোহিঙ্গা আছে বলে তাঁরা (ইউএনএইচসিআর) জানিয়েছেন।’
কত দিনের মধ্যে ডেটাবেইস পাওয়া যাবে, এ প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, ‘আমরা অনুরোধ করেছি ইমিডিয়েটলি দরকার। তাঁরা সম্মত হয়েছেন, তবে অনেকগুলো বৈঠক করা লাগবে। পরস্পরকে বুঝতে একটু সময় লাগবে। ডেটাটা এমনভাবে দেবে যেন রোহিঙ্গাদের চিহ্নিত করতে পারি। কাজেই পুরো ডেটা যদি না পাই, সেটা তো পারব না।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ইসির এ কর্মকর্তা বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় এরা (রোহিঙ্গা) ছড়িয়ে ছিটিয়ে আছে। কাজেই এটা আর চট্টগ্রাম অঞ্চলে সীমাবদ্ধ নেই।’
তাহলে নতুন ভোটার হতে গেলে সব ভোটারের তথ্য রোহিঙ্গাদের ডেটাবেইসে মেলানো হবে, এমন প্রশ্নের জবাবে ইসির মহাপরিচালক বলেন, ‘আমার বাবা-মায়ের তথ্য তো সার্ভারে আছে। কাজেই আমি ভোটার হতে এলে আর চেক করার দরকার নেই। আমার মনে হয় এটি সুনির্দিষ্টভাবে বলতে গেলে আরও সময় লাগবে।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তাঁর মেয়ে ও শ্যালিকার নামে পৃথক তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
২৯ মিনিট আগেপ্রাইম ব্যাংক পিএলসির চট্টগ্রাম জুবিলি রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের মালিক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার কমার্স ব্যাংকের (এসবিএসিবি) সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিনসহ ১১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগেসরকারি দপ্তরে কেনাকাটাসহ যাবতীয় কাজকর্মে শতভাগ ই-টেন্ডার কার্যক্রম চালু করতে চান প্রধান উপদেষ্টা। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
২ ঘণ্টা আগেচীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম ও কাঁঠাল আমদানি করতে চায়। ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। সেখানে আরও কোন্ কোন্ বিষয়ে নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কাজ চলছে
২ ঘণ্টা আগে