কূটনৈতিক প্রতিবেদক
ঢাকা: চীন থেকে ক্রয়কৃত কোভিড টিকার প্রথম চালান শিগগিরই বাংলাদেশে চলে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার চীনের পররাষ্ট্র নীতি নিয়ে ‘চাইনিজ ফরেন পলিসি: ইমপ্লিকেশনস অন সাউথ এশিয়ান রিজিয়ন’ শীর্ষক শিক্ষার্থীদের জন্য দেওয়া বক্তৃতার সময়ে তিনি এ তথ্য জানান।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কবে আসবে তা সুনির্দিষ্ট সময় উল্লেখ না করলেও ১১ লাখ করোনার টিকা উপহার দেওয়ার বিষয়টি বক্তৃতায় উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব ও বন্ধুত্বের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারির কঠিন সময়ে বাংলাদেশ ও চীন একে অপরকে কার্যকরী সহযোগিতা করেছে। মানবতার কল্যাণে একটি সহযোগিতামূলক কমিউনিটি গড়ে তুলতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, চীন থেকে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ১১ লাখ টিকা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এই টিকা করোনাভাইরাস প্রতিরোধে ৭০ শতাংশ সফল। এই ২৫ মে থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।
গত ২৭ মে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার।
তবে সামাজিক মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, টিকার দাম এখনো চূড়ান্ত হয়নি। ওই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করার পর চীনের টিকার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোনো কর্মকর্তাই আর কথা বলতে রাজি হননি।
ঢাকা: চীন থেকে ক্রয়কৃত কোভিড টিকার প্রথম চালান শিগগিরই বাংলাদেশে চলে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার চীনের পররাষ্ট্র নীতি নিয়ে ‘চাইনিজ ফরেন পলিসি: ইমপ্লিকেশনস অন সাউথ এশিয়ান রিজিয়ন’ শীর্ষক শিক্ষার্থীদের জন্য দেওয়া বক্তৃতার সময়ে তিনি এ তথ্য জানান।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কবে আসবে তা সুনির্দিষ্ট সময় উল্লেখ না করলেও ১১ লাখ করোনার টিকা উপহার দেওয়ার বিষয়টি বক্তৃতায় উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব ও বন্ধুত্বের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারির কঠিন সময়ে বাংলাদেশ ও চীন একে অপরকে কার্যকরী সহযোগিতা করেছে। মানবতার কল্যাণে একটি সহযোগিতামূলক কমিউনিটি গড়ে তুলতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, চীন থেকে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ১১ লাখ টিকা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এই টিকা করোনাভাইরাস প্রতিরোধে ৭০ শতাংশ সফল। এই ২৫ মে থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।
গত ২৭ মে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার।
তবে সামাজিক মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, টিকার দাম এখনো চূড়ান্ত হয়নি। ওই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করার পর চীনের টিকার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোনো কর্মকর্তাই আর কথা বলতে রাজি হননি।
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শ্রম ইস্যুতে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা...
৩ মিনিট আগেমুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানীসহ আট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। ২০২৫ সালের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
৭ মিনিট আগে১১ কোটি নাগরিকের এনআইডির ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২৬ মিনিট আগেগঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের লক্ষ্যে বৈঠকে বসেছে ইন্দো-বাংলাদেশ যৌথ নদী কমিশনের একটি কারিগরি দল। আজ বৃহস্পতিবার কলকাতায় এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে দুই দেশ গঙ্গা নদীর পানি ভাগাভা
২ ঘণ্টা আগে