তিন জেলায় ১৪৯ কিলোমিটার সড়ক পানির নিচে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ জুন ২০২২, ২২: ১৫

বন্যার কারণে এখন পর্যন্ত তিন জেলার ১৪৮ দশমিক ৬০ কিলোমিটার সড়ক তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও শেরপুরের ১৬টি সড়ক। এর ফলে এসব অঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

আজ শনিবার রাতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বন্যা তথ্যকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সিলেটে ৭টি, সুনামগঞ্জে ৮টি এবং শেরপুরে একটি মোট ১৬টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিলোমিটারের হিসেবে দেখে গেছে, সিলেটে আছে ৮০ দশমিক ৯০ কিলোমিটার, সুনামগঞ্জে ৬২ দশমিক ২০ কিলোমিটার এবং শেরপুরে সাড়ে ৫ কিলোমিটার মিলিয়ে মোট ১৪৮ দশমিক ৬০ কিলোমিটার। মোট সড়কের মধ্যে আঞ্চলিক ৪টা মহাসড়ক আছে যা ২৯ দশমিক ২৫ কিলোমিটার এবং ১২টি জেলা মহাসড়ক আছে যা ১১৯ দশমিক ৩৫ কিলোমিটার। 

বন্যায় সড়ক তলিয়ে যাওয়ার কারণে যে ধরনের ক্ষতি হয়েছে সেই বিষয়ে সওজ জানিয়েছে, সড়কের কোথাও কোথাও পানির নিচে তলিয়ে গেছে, কোথাও সড়কের মাটি ধসে গেছে। কোথাও আবার সড়কের বাঁধ ধসে গেছে। তবে এর ফলে আর্থিকভাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনই বলা যাবে না। বন্যার পানি নেমে গেলে বোঝা যাবে সড়ক মেরামত করতে কী পরিমাণ টাকা লাগবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত