Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের খবর ‘বানোয়াট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের খবর ‘বানোয়াট’

বাংলাদেশ সরকার রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছে বলে কতিপয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। এ খবর মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে বিবৃতিতে দিয়ে এ কথা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ইউনিসেফের মাধ্যমে ৫ হাজার ৬১৭টি শিক্ষা কেন্দ্র পরিচালনার ব্যবস্থা করেছে। ইউনিসেফ এ বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। করোনা পরিস্থিতিতে যেসব কেন্দ্রে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল, করোনা পরিস্থিতির উন্নতির পর সেগুলো খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সব প্রতিষ্ঠানে পাঠদান চলছে। 

রোহিঙ্গা শিশুদের বিনামূল্যে মিয়ানমারের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা দেওয়ার ব্যবস্থা ক্যাম্পগুলোতে চালু আছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য যাতে না হয়, সেদিকে সরকার নজর রাখছে। এই লক্ষ্যে ক্যাম্পগুলোয় অর্থের বিনিময়ে প্রাইভেট কোচিং ব্যবসাকে নিরুৎসাহিত করছে। এর আরেকটি কারণ হলো, এসব কোচিংয়ে মিয়ানমারের শিক্ষাক্রম অনুসরণ করা হয় না। এ ছাড়া এসব স্থানে ভিন্ন মতাদর্শ প্রচারের আশঙ্কাও আছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস গত ২ মে এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত