আজকের পত্রিকা ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। তবে এর আগে আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি ও হামলা চালায় পুলিশ ও দলটির নেতা-কর্মীরা। এতে কয়েক শ নিরীহ ছাত্র-জনতা প্রাণ হারায়। আহত হয় কয়েক হাজার। এসব ঘটনায় গত শুক্রবার ও গতকাল শনিবার দেশের ৭ জেলায় ৯টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। এসব মামলায় আসামি হিসেবে সাবেক ১ প্রতিমন্ত্রী, ৬ সংসদ সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের ৪৯০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫১১ জনকে।
আশুলিয়ায় সাবেক দুই এমপি আসামি
ঢাকার সাভারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আল-সাবুর (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এতে সদ্য সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে আশুলিয়ার চিত্রশাইল গ্রামের সাহিদ হাসান মিঠুর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি নথিভুক্ত করা হয়।
দুপচাঁচিয়ায় ২২ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
বগুড়ার দুপচাঁচিয়ায় আবু রায়হান রাহিম (২৯) নিহতের ঘটনায় তাঁর মা রওশন আরা বেগম শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। নিহত রাহিম উপজেলা যুবদলের সদস্য ও একটি টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সায়মুন সরওয়ার কমলসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে সদর মডেল থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান।
নাটোরে সাবেক এমপি শিমুল ও সিদ্দিকুরের বিরুদ্ধে মামলা
নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে তাঁর অনুসারীদের বিরুদ্ধে মামলা করেছেন দুই বিএনপি নেতা। নাটোর সদর থানায় পৃথক দুই মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাব এ দুটি মামলা করেন।
এ ছাড়া নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ ৬২ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে নাসির গাজী নামে জামায়াতের এক নেতা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন।
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদের নামে মামলা
শান্তিপূর্ণ মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর এবং ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে দিনাজপুর-২ আসনের সাবেক এমপি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। শুক্রবার রাতে ফয়সাল মোস্তাক নামে এক যুবক মামলাটি করেন। হামলার হুকুমের আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিজাম হাজারীর বিরুদ্ধে আরেক মামলা
ফেনীর মহিপালে ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের গুলিতে নিহতের ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় পাঁচটি হত্যা মামলা হলো। প্রতিটিতে ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
সর্বশেষ শুক্রবার নিহতদের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম ১৩৪ জনকে আসামি করে ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। নিহত মাসুদ দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর এলাকার মো. শাহজাহানের ছেলে।
এ ছাড়া গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নাসির ইসলাম (২১) নিহতের ঘটনায় ৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করেন নাসিরের বাবা আশরাফুল ইসলাম। নাসির গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা টঙ্গীতে বর্জিত তুলার ব্যবসা করতেন। অভিযোগ দায়েরের ১৮ দিন পর গত ১৪ আগস্ট মামলাটি গ্রহণ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। তবে এর আগে আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি ও হামলা চালায় পুলিশ ও দলটির নেতা-কর্মীরা। এতে কয়েক শ নিরীহ ছাত্র-জনতা প্রাণ হারায়। আহত হয় কয়েক হাজার। এসব ঘটনায় গত শুক্রবার ও গতকাল শনিবার দেশের ৭ জেলায় ৯টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। এসব মামলায় আসামি হিসেবে সাবেক ১ প্রতিমন্ত্রী, ৬ সংসদ সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের ৪৯০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫১১ জনকে।
আশুলিয়ায় সাবেক দুই এমপি আসামি
ঢাকার সাভারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আল-সাবুর (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এতে সদ্য সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে আশুলিয়ার চিত্রশাইল গ্রামের সাহিদ হাসান মিঠুর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি নথিভুক্ত করা হয়।
দুপচাঁচিয়ায় ২২ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
বগুড়ার দুপচাঁচিয়ায় আবু রায়হান রাহিম (২৯) নিহতের ঘটনায় তাঁর মা রওশন আরা বেগম শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। নিহত রাহিম উপজেলা যুবদলের সদস্য ও একটি টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সায়মুন সরওয়ার কমলসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে সদর মডেল থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান।
নাটোরে সাবেক এমপি শিমুল ও সিদ্দিকুরের বিরুদ্ধে মামলা
নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে তাঁর অনুসারীদের বিরুদ্ধে মামলা করেছেন দুই বিএনপি নেতা। নাটোর সদর থানায় পৃথক দুই মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাব এ দুটি মামলা করেন।
এ ছাড়া নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ ৬২ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে নাসির গাজী নামে জামায়াতের এক নেতা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন।
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদের নামে মামলা
শান্তিপূর্ণ মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর এবং ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে দিনাজপুর-২ আসনের সাবেক এমপি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। শুক্রবার রাতে ফয়সাল মোস্তাক নামে এক যুবক মামলাটি করেন। হামলার হুকুমের আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিজাম হাজারীর বিরুদ্ধে আরেক মামলা
ফেনীর মহিপালে ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের গুলিতে নিহতের ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় পাঁচটি হত্যা মামলা হলো। প্রতিটিতে ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
সর্বশেষ শুক্রবার নিহতদের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম ১৩৪ জনকে আসামি করে ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। নিহত মাসুদ দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর এলাকার মো. শাহজাহানের ছেলে।
এ ছাড়া গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নাসির ইসলাম (২১) নিহতের ঘটনায় ৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করেন নাসিরের বাবা আশরাফুল ইসলাম। নাসির গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা টঙ্গীতে বর্জিত তুলার ব্যবসা করতেন। অভিযোগ দায়েরের ১৮ দিন পর গত ১৪ আগস্ট মামলাটি গ্রহণ করা হয়।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৬ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৮ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৮ ঘণ্টা আগে