Ajker Patrika

দেশে এক দিনে টিকাদানের রেকর্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৮
দেশে এক দিনে টিকাদানের রেকর্ড 

লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও গত এক দিনের বিশেষ ক্যাম্পেইনে ৬৬ লাখের বেশি টিকা দিয়েছে সরকার। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনকে ঘিরে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল পৌনে এক কোটির বেশি টিকা দেওয়ার। তবে নানা জটিলতায় ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন নিবন্ধিতকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। বাকিদের আজ দেওয়া হচ্ছে। এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের। 

আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা পাওয়াদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন। নারীর টিকা পাওয়ার সংখ্যা ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন। 

এ ছাড়া এদিন নিয়মিত টিকার অংশ হিসেবে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। 

শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ৯০ দশমিক ১২ শতাংশ লক্ষ্যে পৌঁছানোও বিশাল অর্জনের বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, পর্যাপ্ত ভ্যাকসিন চালান নিশ্চিত হলে কত দ্রুত দেশের ৮০ শতাংশ মানুষকে মার্কিনের আওতায় আনা সম্ভব হবে এটাই তার সক্ষমতার প্রমাণ। 

বর্তমানে দেশের ১৮ দশমিক ৬৩ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। 

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫ কোটি ৭৩ লাখ ২ হাজার ৩৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৮ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত