নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সময়ে দেওয়া বক্তব্য ও ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশকে কেন্দ্র করে আদালতকক্ষে তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলের আবেদন শুনানির সময় আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হট্টগোলের ঘটনায় বেলা ১১ টার পর এজলাস ত্যাগ করেন দুই বিচারপতি। বেলা ২টা ৩৫ মিনিটে আবার তাঁরা এজলাসে ফিরে আসেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় এজলাসে আসেন দুই বিচারপতি। তারেক রহমানের বক্তব্য অপসারণের আবেদন শুনানির সময় আদালত বলেন, ‘অ্যাপ্লিকেশন অ্যালাউড’।
আদেশের পরপরই আদালত থেকে বের হয়ে যান কামরুল ইসলাম ও সানজিদা খানমসহ তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনকারী আইনজীবীরা।
এরপরই তারেকের পক্ষের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বলেন, ‘আপনার (সিনিয়র বিচারপতি) বিষয়ে প্রধান বিচারপতির কাছে আমরা অনাস্থা জানিয়ে আবেদন করেছি। আগে সেটি নিষ্পত্তি হোক। এর আগে আপনি এ আবেদন শুনতে পারেন না।’
এ সময় ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, ‘আপনার বিরুদ্ধে অনাস্থা আছে। নৈতিক কারণে আপনারা শুনতে পারেন না। অনাস্থার আবেদনের বিষয়টি আপনি জানেন। আর আপনারা না জানলে সেটা বলতে পারেন। এই অবস্থায় আপনি এ বিষয়ে আদেশ দিতে পারেন না।’
তখন বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করেন। ব্যাপক হট্টগোল ও চিৎকারের মধ্যে বেলা ১১টার পর বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করেন। তাঁরা চলে যাওয়ার সময় হঠাৎই পেছন থেকে এজলাসে ফাইল ছুড়ে মারেন এক আইনজীবী।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
তবে বেলা ২টা ৩৫মিনিটে দুই বিচারপতি এজলাসে ফিরে এলে আবার আদালত কার্যক্রম শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সময়ে দেওয়া বক্তব্য ও ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশকে কেন্দ্র করে আদালতকক্ষে তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলের আবেদন শুনানির সময় আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হট্টগোলের ঘটনায় বেলা ১১ টার পর এজলাস ত্যাগ করেন দুই বিচারপতি। বেলা ২টা ৩৫ মিনিটে আবার তাঁরা এজলাসে ফিরে আসেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় এজলাসে আসেন দুই বিচারপতি। তারেক রহমানের বক্তব্য অপসারণের আবেদন শুনানির সময় আদালত বলেন, ‘অ্যাপ্লিকেশন অ্যালাউড’।
আদেশের পরপরই আদালত থেকে বের হয়ে যান কামরুল ইসলাম ও সানজিদা খানমসহ তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনকারী আইনজীবীরা।
এরপরই তারেকের পক্ষের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বলেন, ‘আপনার (সিনিয়র বিচারপতি) বিষয়ে প্রধান বিচারপতির কাছে আমরা অনাস্থা জানিয়ে আবেদন করেছি। আগে সেটি নিষ্পত্তি হোক। এর আগে আপনি এ আবেদন শুনতে পারেন না।’
এ সময় ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, ‘আপনার বিরুদ্ধে অনাস্থা আছে। নৈতিক কারণে আপনারা শুনতে পারেন না। অনাস্থার আবেদনের বিষয়টি আপনি জানেন। আর আপনারা না জানলে সেটা বলতে পারেন। এই অবস্থায় আপনি এ বিষয়ে আদেশ দিতে পারেন না।’
তখন বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করেন। ব্যাপক হট্টগোল ও চিৎকারের মধ্যে বেলা ১১টার পর বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করেন। তাঁরা চলে যাওয়ার সময় হঠাৎই পেছন থেকে এজলাসে ফাইল ছুড়ে মারেন এক আইনজীবী।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
তবে বেলা ২টা ৩৫মিনিটে দুই বিচারপতি এজলাসে ফিরে এলে আবার আদালত কার্যক্রম শুরু হয়।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৬ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৭ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৮ ঘণ্টা আগে