অনলাইন ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তাঁর বিষয়ে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, যেহেতু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে যে খালেদা জিয়ার বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি এবং এটি তাঁকে রাজনীতি থেকে সরানোর একটি চক্রান্ত। সে ক্ষেত্রে দেশের বাইরে তাঁর চিকিৎসার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে কোনো আহ্বান জানাবে কি না?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি বলতে চাই যে, আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা তাঁর (বিচারের) ক্ষেত্রে একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছি। এর বেশি কিছু বলার নেই আমার। কারণ এটি পুরোপুরি অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে আরও প্রশ্ন করা হয়, ২৮ অক্টোবরের (বিএনপির) মহাসমাবেশ সামনে রেখে সরকার প্রতিদিনই বিরোধীদের ওপর ব্যাপক আক্রমণ ও ধরপাকড় চালাচ্ছে এবং তারা মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে যেকোনো উপায়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর বাইরে আপনি অনেকবার তাগিদ দিয়েছেন এবং বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসও অনেকবার এই আহ্বান জানিয়েছেন যে মৌলিক অধিকার নিশ্চিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। সেই পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আপনার মন্তব্য কী?
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমাদের মন্তব্য, যেমনটা আগেও বলেছি, আমরা বিশ্বাস করি যে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে। এর বাইরে আমাদের আর কোনো মন্তব্য নেই।’
এর আগে গত ২৩ অক্টোবর ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত হওয়া রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন স্তরের অংশীদারদের সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানায় দেশটি।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তাঁর বিষয়ে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, যেহেতু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে যে খালেদা জিয়ার বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি এবং এটি তাঁকে রাজনীতি থেকে সরানোর একটি চক্রান্ত। সে ক্ষেত্রে দেশের বাইরে তাঁর চিকিৎসার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে কোনো আহ্বান জানাবে কি না?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি বলতে চাই যে, আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা তাঁর (বিচারের) ক্ষেত্রে একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছি। এর বেশি কিছু বলার নেই আমার। কারণ এটি পুরোপুরি অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে আরও প্রশ্ন করা হয়, ২৮ অক্টোবরের (বিএনপির) মহাসমাবেশ সামনে রেখে সরকার প্রতিদিনই বিরোধীদের ওপর ব্যাপক আক্রমণ ও ধরপাকড় চালাচ্ছে এবং তারা মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে যেকোনো উপায়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর বাইরে আপনি অনেকবার তাগিদ দিয়েছেন এবং বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসও অনেকবার এই আহ্বান জানিয়েছেন যে মৌলিক অধিকার নিশ্চিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। সেই পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আপনার মন্তব্য কী?
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমাদের মন্তব্য, যেমনটা আগেও বলেছি, আমরা বিশ্বাস করি যে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে। এর বাইরে আমাদের আর কোনো মন্তব্য নেই।’
এর আগে গত ২৩ অক্টোবর ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত হওয়া রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন স্তরের অংশীদারদের সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানায় দেশটি।
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
১ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১২ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১৩ ঘণ্টা আগে