আবরার হত্যা মামলার দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২০: ৫০
Thumbnail image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পেপার বুক প্রস্তুত করে দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আবরার। ওই স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে রাতভর মারধর করে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনার পর ১৯ জনকে আসামি করে মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ। 

বিচার শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার নথি ২০২২ সালের ৬ জানুয়ারি পাঠানো হয় হাইকোর্টে। পাশাপাশি কারাবন্দী আসামিরা আপিল করেন। যা এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত