নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে আমদানি হওয়া বিভিন্ন খেজুরের মধ্যে দুই ধরনের খেজুরের দাম ঠিক করে দিয়েছে সরকার। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম ১৭০-১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তির অনুলিপি এফবিসিসিআই সভাপতি এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকেও পাঠানো হয়েছে।
তারপরও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন আমদানিকারকেরা। খেজুরের দাম বেঁধে দেওয়া সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি সিরাজুল ইসলাম বলেন, ‘খেজুরের দাম বেঁধে দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমদানিকারক ও পাইকারি পর্যায়ে কে কত দামে বিক্রি করবে, সেটিও আমাদের জানা নেই।’
এদিকে খেজুরের অতিরিক্ত দাম নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মঙ্গলবার বলেন, ‘সাধারণ মানুষ যে খেজুরটা খায়, সেটা ২০০-২৫০ টাকার মধ্যে রাখতে বলেছি। মন্ত্রণালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজকের (গতকাল) মধ্যে এটা প্রকাশ করা হবে।’
এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলার দরকার নেই। এটা যার যার ব্যাপার। যে যেটা দিয়ে ইচ্ছা ইফতার করবেন। বস্তার খেজুরটার শুল্ক কমানো হয়েছে। উঁচু জাতের দামি খেজুরের শুল্ক কমানো হয়নি। সাধারণ মানুষ যেটা খায়, সেটার দাম কমাতে চিঠি দেওয়া হয়েছে।
এ সময় দেশে চিনি ও অন্যান্য পণ্যের কোনো সংকট নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, খোলা চিনি প্রতি কেজি ১৪০ টাকা এবং প্যাকেটজাত ১৪৫ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হবে। দেশে কোনো জিনিসের অভাব নেই।
দেশে আমদানি হওয়া বিভিন্ন খেজুরের মধ্যে দুই ধরনের খেজুরের দাম ঠিক করে দিয়েছে সরকার। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম ১৭০-১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তির অনুলিপি এফবিসিসিআই সভাপতি এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকেও পাঠানো হয়েছে।
তারপরও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন আমদানিকারকেরা। খেজুরের দাম বেঁধে দেওয়া সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি সিরাজুল ইসলাম বলেন, ‘খেজুরের দাম বেঁধে দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমদানিকারক ও পাইকারি পর্যায়ে কে কত দামে বিক্রি করবে, সেটিও আমাদের জানা নেই।’
এদিকে খেজুরের অতিরিক্ত দাম নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মঙ্গলবার বলেন, ‘সাধারণ মানুষ যে খেজুরটা খায়, সেটা ২০০-২৫০ টাকার মধ্যে রাখতে বলেছি। মন্ত্রণালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজকের (গতকাল) মধ্যে এটা প্রকাশ করা হবে।’
এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলার দরকার নেই। এটা যার যার ব্যাপার। যে যেটা দিয়ে ইচ্ছা ইফতার করবেন। বস্তার খেজুরটার শুল্ক কমানো হয়েছে। উঁচু জাতের দামি খেজুরের শুল্ক কমানো হয়নি। সাধারণ মানুষ যেটা খায়, সেটার দাম কমাতে চিঠি দেওয়া হয়েছে।
এ সময় দেশে চিনি ও অন্যান্য পণ্যের কোনো সংকট নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, খোলা চিনি প্রতি কেজি ১৪০ টাকা এবং প্যাকেটজাত ১৪৫ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হবে। দেশে কোনো জিনিসের অভাব নেই।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
২৮ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
১ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
২ ঘণ্টা আগে