নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী-সন্তানসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া বাকিরা হলেন তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান, ছেলে শাফি মোদাচ্ছির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মনির হোসেন।
দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দেশত্যাগে নিষেধাজ্ঞার এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক স্বরাষ্টমন্ত্রী, তাঁর স্ত্রী-সন্তান এবং তাঁর অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যম অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। তাঁদের অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিয়ে ইমিগ্রেশন পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে জানান।
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী-সন্তানসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া বাকিরা হলেন তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান, ছেলে শাফি মোদাচ্ছির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মনির হোসেন।
দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দেশত্যাগে নিষেধাজ্ঞার এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক স্বরাষ্টমন্ত্রী, তাঁর স্ত্রী-সন্তান এবং তাঁর অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যম অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। তাঁদের অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিয়ে ইমিগ্রেশন পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে জানান।
ঈদুল ফিতর উপলক্ষে ছুটির শেষ দিন ছিল গতকাল শনিবার। টানা ৯ দিন ছুটি শেষে আজ রোববার থেকে কর্মমুখর হচ্ছে সরকারি-বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠান। তাই তো যে যেভাবে পেরেছে গতকাল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। ফলে বাস, ট্রেন ও লঞ্চে কর্মস্থলমুখী যাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল।
১ ঘণ্টা আগেঅনিয়ম ও লুটপাটের অভিযোগ আর দাপ্তরিক অস্থিরতার মধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আলোচিত কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দুর্নীতির তদন্তসহ অসমাপ্ত কাজ শেষ করার জন্য পাঁচ শর্তে এক বছর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কৃষি...
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক বাংলাদেশের ক্ষেত্রে পুনর্মূল্যায়ন হবে– এমনটাই আশা করছে সরকার। তবে তার জন্য নিজেদের করণীয় নির্ধারণেও দেরি করতে চায় না অন্তর্বর্তী সরকার। সে জন্য সংশ্লিষ্টদের নিয়ে গতকাল শনিবার জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৩ ঘণ্টা আগেচিকেন’স নেক বা শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে রাখা একটি সংকীর্ণ ভূখণ্ড, যার ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানের সীমান্তবর্তী এই করিডর ভারতের নিরাপত্তা ও সংযোগের জন্য গুরুত্বপূর্ণ লাইফলাইন।
৬ ঘণ্টা আগে