নিজস্ব প্রতিবেদক
ঢাকা: তুরাগ নদের পাড় দখল করে গড়ে ওঠা ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে জাতীয় সংসদে। আজ বুধবার সংসদে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ দাবি তোলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
খসড়া আইনের সংশোধনী প্রস্তাব দেওয়ার সময় হারুন বলেন, 'দু’দিন আগে একটা ঘটনা ঘটল। বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে। বলা হচ্ছে, তুরাগ পাড় দখল করে এই ক্লাব করা হয়েছে। পুলিশের আইজি এই ক্লাবের সভাপতি।'
সংসদে হারুন বলেন, 'নারীদের কর্মসংস্থান বেড়েছে। কিন্তু কাজে যাওয়ার পথ কতটা নিরাপদ। পথে ধর্ষণের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর বার্তা দিতে হবে। বলা হচ্ছে নারীদের ক্লাবে যাওয়া খারাপ। পুরুষদের খারাপ না? নারীরা মদ্য পান করলে খারাপ বলা হচ্ছে। পুরুষ করলে খারাপ না? দুটোই হারাম।'
তিনি আরও বলেন, রাজধানীতে মুনিয়ার মরদেহ পাওয়ার ঘটনা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, মুনিয়া ব্যভিচারের শিকার হল। কারা করলো? প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন? সমাজের ওপরের তলার লোকজন এর সঙ্গে জড়িত। তাঁদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।
বিদেশে নারী কর্মী পাঠানোর বিষয়ে হারুন বলেন, বিদেশে আমরা নারীদের পাঠাচ্ছি। বীভৎস ঘটনা ঘটে। ইসলামে আছে মাহরুম ছাড়া নারী বাইরে যাবে না। আমরা তাদের একা পাঠিয়ে দিচ্ছি। এটা কি বন্ধ করা যায় না। সেখানে তাঁরা সমস্যায় পড়ছে। দূতাবাস কোন সাহায্য করছে না।
ঢাকা: তুরাগ নদের পাড় দখল করে গড়ে ওঠা ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে জাতীয় সংসদে। আজ বুধবার সংসদে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ দাবি তোলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
খসড়া আইনের সংশোধনী প্রস্তাব দেওয়ার সময় হারুন বলেন, 'দু’দিন আগে একটা ঘটনা ঘটল। বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে। বলা হচ্ছে, তুরাগ পাড় দখল করে এই ক্লাব করা হয়েছে। পুলিশের আইজি এই ক্লাবের সভাপতি।'
সংসদে হারুন বলেন, 'নারীদের কর্মসংস্থান বেড়েছে। কিন্তু কাজে যাওয়ার পথ কতটা নিরাপদ। পথে ধর্ষণের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর বার্তা দিতে হবে। বলা হচ্ছে নারীদের ক্লাবে যাওয়া খারাপ। পুরুষদের খারাপ না? নারীরা মদ্য পান করলে খারাপ বলা হচ্ছে। পুরুষ করলে খারাপ না? দুটোই হারাম।'
তিনি আরও বলেন, রাজধানীতে মুনিয়ার মরদেহ পাওয়ার ঘটনা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, মুনিয়া ব্যভিচারের শিকার হল। কারা করলো? প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন? সমাজের ওপরের তলার লোকজন এর সঙ্গে জড়িত। তাঁদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।
বিদেশে নারী কর্মী পাঠানোর বিষয়ে হারুন বলেন, বিদেশে আমরা নারীদের পাঠাচ্ছি। বীভৎস ঘটনা ঘটে। ইসলামে আছে মাহরুম ছাড়া নারী বাইরে যাবে না। আমরা তাদের একা পাঠিয়ে দিচ্ছি। এটা কি বন্ধ করা যায় না। সেখানে তাঁরা সমস্যায় পড়ছে। দূতাবাস কোন সাহায্য করছে না।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১৪ ঘণ্টা আগে