কানা-খোঁড়া যাকেই প্রার্থী করি, বিজয়ী করবেন: ঢাকাবাসীকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ২১: ২১
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২২: ০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে ঢাকাবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচনে যাকেই প্রার্থী করি, সেটা কানা-খোঁড়া যে-ই হোক, তাদের নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।’ আজ শনিবার মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে এ কথা বলেন শেখ হাসিনা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বেলা ২টার আগ থেকে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ঢাকাবাসীর উদ্দেশে বলেন, ‘নৌকা মার্কায় ভোট পেয়েছি বলেই আজকে এত উন্নতি হচ্ছে। সেই কথাটা যেন তারা মনে রাখে। আগামী নির্বাচনের তফসিল যেকোনো সময় ঘোষণা হবে। নির্বাচনে নৌকায় ভোট দিয়ে, যাকেই প্রার্থী করি সেটা কানা, খোঁড়া যে-ই হোক, তাদের নৌকায় মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। করবেন কি না হাত তুলে ওয়াদা করেন।’ 

যৌথভাবে সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে সমর্থন জানালে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার নৌকা জিতবে। আবারও বলব এ দেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সেটাই চাই। আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেটা আমরা ঠিক করে দেব। যাকে মনোনয়ন দেব ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। যেন আবার আমরা এ দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি।’

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত যেন দেশের মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে মারতে না পারে, অত্যাচার করতে না পারে—তার জন্য সজাগ থাকতে হবে।’

এদিকে জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক জেলা ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, মুন্সিগঞ্জ, নরসিংদী টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। 

এ সময় চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে বিএনপি উসকানি দিচ্ছে, এমন অভিযোগ করে শ্রমিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে দেশের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হবে।’ 

দেশে চলমান শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৯৬ ও ২০০৯ সাল-পরবর্তী নিজের সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আজকে গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ হয়েছে। উসকানি দিয়েছে তারা (বিএনপি)। অথচ এই শ্রমিকেরা দীর্ঘদিন কাজ করেছিল। বিএনপির আমলে সেই গোড়া থেকে শুরু করলে মাত্র ৫০০ টাকা মজুরি ছিল।’ 

আজ শনিবার মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কারখানা আপনাদের রুটি-রুজি দেয়, শ্রম দিয়ে পয়সা কামাই করেন, সেই কারখানা ভাঙচুর করলে আল্লাহও নারাজ হবে। আপনাদের যা প্রয়োজন হয়, অসুবিধা হয় আমরা দেখি। পারিবারিক কার্ডও নিতে পারেন।’

এ সময় কারখানায় শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকার মালিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার সমাধান করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় ছিল তখন তো কিছু করেনি। যা করেছে আওয়ামী লীগ সরকারই। আওয়ামী লীগ জানে মানুষের কষ্ট দূর করতে। 

তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘অন্যের কথায় নেচে কারখানায় হামলা করে, কারখানা ভেঙে, সেখানে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে দেশের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হবে। আর কারখানা বন্ধ করলে ওই গ্রামেই ফিরে যেতে হবে। বিনা কাজে জীবনযাপন করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘মজুরি কমিশন বসেছে। ধৈর্য ধরতে হবে। কারা উসকানি দিচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু যারা এর মধ্যে জড়িত, ভাঙচুরে জড়িত, বিএনপিরও নেতা-কর্মীদের বলব হুকুমদাতা দেশেই থাকুক বা বিদেশেই থাকুক, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আর ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে হুকুম জারি করে, বিদেশ থেকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে। কেউ ছাড়া পাবে না।’ 

আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান আরামবাগ ছাড়িয়ে ফকিরাপুল, নয়াপল্টন (বিএনপি কার্যালয়), নাইটিঙ্গেল মোড়, শাহজাহানপুর, দৈনিক বাংলা, কমলাপুর, মতিঝিল, ইত্তেফাক মোড় এলাকায় বিস্তৃত হয়। এদিকে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে ছিল নির্বাচনী আমেজ। পছন্দের নেতার নাম ও ছবি এবং সরকারের উন্নয়ন চিত্রসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিয়ে জনসভায় আসেন। 

সমাবেশে শেখ হাসিনা ছাড়াও আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত