নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণিঝড় রিমালে দেশের ৪৭ জেলার এক হাজারের বেশি স্কুল-কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত পাঠদান পরিচালনা করা সম্ভব নয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এই জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৮৭।
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটি তৈরি করেছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা দেখভালের দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন শাখা।
এ বিষয়ে মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে দায়িত্বে থাকা পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন বলেন, ‘আমরা মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
গত ২৬ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে। এর প্রভাবে উপকূলীয় বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, যার ফলে পানিতে নিমজ্জিত হয় এসব এলাকা। এ ছাড়া ১৬ জনের প্রাণহানি ঘটে। বেশ কিছু রাস্তাঘাট, বেড়িবাঁধ, ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনের তথ্য বলছে, ঘূর্ণিঝড় রিমালে ১ হাজার ৮টি স্কুল-কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পরিচালনা করা সম্ভব না। আর ৬১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক পাঠদান পরিচালনা করা সম্ভব। এ ছাড়া ৪৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে; আর ৩৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করা সম্ভব।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৩ হাজার ৫৩২টি শ্রেণিকক্ষ, ২২০টি বিজ্ঞানাগার, ৫৫৬টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ১ লাখ ৩৪ হাজার ৮৩৩টি বই ও ২২৭টি মাল্টিমিডিয়া ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও বাগেরহাট জেলার শিক্ষাপ্রতিষ্ঠান। এ পাঁচ জেলার মোট ৬৭১ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী জেলার ১৮৭টি, পিরোজপুর জেলার ১৪১, বরগুনা জেলার ১৩৮, ঝালকাঠি জেলার ১০৪, বাগেরহাট জেলার ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
পটুয়াখালী জেলার ১৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬২৮টি শ্রেণিকক্ষ, ২৩টি বিজ্ঞানাগার, ৪৭টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ২০ হাজার ১৭৬টি বই ও ৪৬টি মাল্টিমিডিয়া ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পিরোজপুর জেলায় ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৭৮টি শ্রেণিকক্ষ, ২৪টি বিজ্ঞানাগার, ১০১টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ১৭ হাজার ৯১টি বই, ৪৬টি মাল্টিমিডিয়া ক্লাসরুম; বরগুনা জেলার ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯০টি শ্রেণিকক্ষ, ১১টি বিজ্ঞানাগার, ১৪টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ৯ হাজার ৪৩৯টি বই, ৫টি মাল্টিমিডিয়া ক্লাসরুম; ঝালকাঠি জেলার ১০৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৬৪টি শ্রেণিকক্ষ, ৬৩টি বিজ্ঞানাগার, ১০৯টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ৪ হাজার ৯১৫টি বই, ৬৫ মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং বাগেরহাট জেলায় ১০১ শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩৭টি শ্রেণিকক্ষ, ২১টি বিজ্ঞানাগার, ৫৬টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ১৬ হাজার ৩৭০টি বই, ২১ মাল্টিমিডিয়া ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলার ১১টি, খুলনা জেলার ২৮, দিনাজপুর জেলার ১৫, নোয়াখালী জেলার ১৫, বরিশাল জেলার ৮২, ভোলা জেলার ২৩, যশোর জেলার ১৫ ও সাতক্ষীরা ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে অন্যান্য জেলার ১ থেকে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড় রিমালে দেশের ৪৭ জেলার এক হাজারের বেশি স্কুল-কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত পাঠদান পরিচালনা করা সম্ভব নয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এই জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৮৭।
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটি তৈরি করেছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা দেখভালের দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন শাখা।
এ বিষয়ে মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে দায়িত্বে থাকা পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন বলেন, ‘আমরা মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
গত ২৬ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে। এর প্রভাবে উপকূলীয় বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, যার ফলে পানিতে নিমজ্জিত হয় এসব এলাকা। এ ছাড়া ১৬ জনের প্রাণহানি ঘটে। বেশ কিছু রাস্তাঘাট, বেড়িবাঁধ, ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনের তথ্য বলছে, ঘূর্ণিঝড় রিমালে ১ হাজার ৮টি স্কুল-কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পরিচালনা করা সম্ভব না। আর ৬১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক পাঠদান পরিচালনা করা সম্ভব। এ ছাড়া ৪৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে; আর ৩৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করা সম্ভব।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৩ হাজার ৫৩২টি শ্রেণিকক্ষ, ২২০টি বিজ্ঞানাগার, ৫৫৬টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ১ লাখ ৩৪ হাজার ৮৩৩টি বই ও ২২৭টি মাল্টিমিডিয়া ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও বাগেরহাট জেলার শিক্ষাপ্রতিষ্ঠান। এ পাঁচ জেলার মোট ৬৭১ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী জেলার ১৮৭টি, পিরোজপুর জেলার ১৪১, বরগুনা জেলার ১৩৮, ঝালকাঠি জেলার ১০৪, বাগেরহাট জেলার ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
পটুয়াখালী জেলার ১৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬২৮টি শ্রেণিকক্ষ, ২৩টি বিজ্ঞানাগার, ৪৭টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ২০ হাজার ১৭৬টি বই ও ৪৬টি মাল্টিমিডিয়া ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পিরোজপুর জেলায় ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৭৮টি শ্রেণিকক্ষ, ২৪টি বিজ্ঞানাগার, ১০১টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ১৭ হাজার ৯১টি বই, ৪৬টি মাল্টিমিডিয়া ক্লাসরুম; বরগুনা জেলার ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯০টি শ্রেণিকক্ষ, ১১টি বিজ্ঞানাগার, ১৪টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ৯ হাজার ৪৩৯টি বই, ৫টি মাল্টিমিডিয়া ক্লাসরুম; ঝালকাঠি জেলার ১০৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৬৪টি শ্রেণিকক্ষ, ৬৩টি বিজ্ঞানাগার, ১০৯টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ৪ হাজার ৯১৫টি বই, ৬৫ মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং বাগেরহাট জেলায় ১০১ শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩৭টি শ্রেণিকক্ষ, ২১টি বিজ্ঞানাগার, ৫৬টি কম্পিউটার/ল্যাপটপ, পাঠাগারে থাকা ১৬ হাজার ৩৭০টি বই, ২১ মাল্টিমিডিয়া ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলার ১১টি, খুলনা জেলার ২৮, দিনাজপুর জেলার ১৫, নোয়াখালী জেলার ১৫, বরিশাল জেলার ৮২, ভোলা জেলার ২৩, যশোর জেলার ১৫ ও সাতক্ষীরা ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে অন্যান্য জেলার ১ থেকে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে, তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নির্ম
৫ ঘণ্টা আগে‘আওয়ামী লীগও অন্য যে কোনো দলের মতো নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা তাঁদের রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তবে এর আগে তাদের আচরণ এবং অতীতে সংঘটিত অপরাধের জন্য দায় মেনে নিতে হবে। একবার তাঁরা আইনি বাধাগুলো কাটিয়ে উঠলে নির্বাচনে তাদের স্বাগত জানানো হবে।’
৭ ঘণ্টা আগেমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তির আবেদন করতে দিলে এই আইন সম্পর্কে ধারণা ও বাস্তবায়ন বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
৭ ঘণ্টা আগেপুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে ৫৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
৯ ঘণ্টা আগে