নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাগলকাণ্ডে আলোচিত-সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে জমি-প্লট, ফ্ল্যাট-বাড়ি বা দোকানের তথ্য চেয়ে সব জেলার সাবরেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এসব তথ্য চেয়েছে নিবন্ধন অধিদপ্তর।
দুদক সূত্র জানায়, নিবন্ধন অধিদপ্তরের চিঠিতে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে সাবরেজিস্ট্রি অফিসগুলোতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি বা দোকান ইত্যাদি রেজিস্ট্রেশন হয়ে থাকলে এসংক্রান্ত তথ্য অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে। তাঁদের সম্পদের তথ্য চেয়ে দুদক গত ২৭ জুন নিবন্ধন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেয়। নিবন্ধন অধিদপ্তর গত রোববার থেকে সাবরেজিস্ট্রি অফিসে চিঠি পাঠাচ্ছে।
মতিউরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে গতকাল সোমবার দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা ইতিমধ্যে অনেক দপ্তরে চিঠি দিয়েছেন। জায়গা-জমির তথ্য চেয়ে দেশের সব জেলা সাবরেজিস্ট্রি অফিসেও চিঠি দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় গত ২৪ জুন নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। লায়লা কানিজ তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রোববার আদালতে আবেদন করেছেন। এ বিষয়ে শুনানির জন্য ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি। ২৩ জুন এই কমিটি গঠন করে দুদক।
ছাগলকাণ্ডে আলোচিত-সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে জমি-প্লট, ফ্ল্যাট-বাড়ি বা দোকানের তথ্য চেয়ে সব জেলার সাবরেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এসব তথ্য চেয়েছে নিবন্ধন অধিদপ্তর।
দুদক সূত্র জানায়, নিবন্ধন অধিদপ্তরের চিঠিতে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে সাবরেজিস্ট্রি অফিসগুলোতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি বা দোকান ইত্যাদি রেজিস্ট্রেশন হয়ে থাকলে এসংক্রান্ত তথ্য অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে। তাঁদের সম্পদের তথ্য চেয়ে দুদক গত ২৭ জুন নিবন্ধন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেয়। নিবন্ধন অধিদপ্তর গত রোববার থেকে সাবরেজিস্ট্রি অফিসে চিঠি পাঠাচ্ছে।
মতিউরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে গতকাল সোমবার দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা ইতিমধ্যে অনেক দপ্তরে চিঠি দিয়েছেন। জায়গা-জমির তথ্য চেয়ে দেশের সব জেলা সাবরেজিস্ট্রি অফিসেও চিঠি দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় গত ২৪ জুন নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। লায়লা কানিজ তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রোববার আদালতে আবেদন করেছেন। এ বিষয়ে শুনানির জন্য ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি। ২৩ জুন এই কমিটি গঠন করে দুদক।
পাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনসহ মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
২১ মিনিট আগেনবগঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার কমিশনার শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর স্বাক্ষর বইতে স্বাক্ষর করেন তনু নির্বাচন কমিশনাররা...
২৬ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. বাবুকে (৩৬) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। সেখানে ভেজথানি হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
২৯ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উচ্চ আদালত থেকে একটি ভালো নির্দেশনা আসবে বলে আশা করছি। সে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব...
৩৬ মিনিট আগে