গণহত্যার তথ্য সংগ্রহে গণবিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৯: ১৯
Thumbnail image

ছাত্র-জনতার অভ্যুত্থানকালে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার তথ্য সংগ্রহে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা থেকে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট সময়কালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের লক্ষ্যে তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটভুক্ত দলসমূহ, সহযোগী সংগঠন, অনুগত বা নিযুক্ত অবৈধ অস্ত্রধারী, অপরাধী ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড, গুরুতর জখম, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং অন্য অপরাধ সংঘটন–সংক্রান্ত কারও কাছে কোনো তথ্য, ডকুমেন্ট, ছবি, অডিও বা ভিডিও ক্লিপ ইত্যাদি থাকলে তা ওই অপরাধ প্রমাণের জন্য ব্যবহার করার লক্ষ্যে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঢাকা অফিসে যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এ–সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনে গোপনীয়তা রক্ষা করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত