Ajker Patrika

২০২০ সালে ফেরত এসেছেন ৪ লাখ ৮ হাজার ৪০৮ প্রবাসীকর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২০ সালে ফেরত এসেছেন ৪ লাখ ৮ হাজার ৪০৮ প্রবাসীকর্মী

করোনাকালে ২০২০ সালে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছেন। এ ছাড়া ২০২১ সালের মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউটপাস নিয়ে ফেরত এসেছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

এ সময় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৩ লাখ ১৯ হাজার ৩১৬ জন কর্মী পাঠানো হয়েছে। মন্ত্রীর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গেছে ২০১৬-১৭ অর্থবছরে—৮ লাখ ৯৩ হাজার ৭৩৯ জন। আর সবচেয়ে কম গেছে ২০২০-২১ অর্থবছরে—২ লাখ ৭১ হাজার ৪৪৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত