নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সরকারের অনুরোধেই পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি সেখানে অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সরকারের অনুরোধেই পিকে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এখন তাঁকে (পি কে হালদার) বাংলাদেশে নিয়ে এসে বিচারের সম্মুখীন করা হবে। আমাদের যে বন্দী বিনিময় চুক্তি আছে, সে চুক্তির আলোকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টও রয়েছে। তাই এখন তাঁকে নিয়ে আসার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘আমাদের দেশের যে টাকা ভারতে পাচার করা হয়েছে, আমরা তা ফেরত আনার চেষ্টা করব। কারণ এটা এ দেশের জনগণের টাকা।’
আমিন উদ্দিন বলেন, ভারতে জাল জালিয়াতির মাধ্যমে পিকে হালদার সেখানে অবস্থান করে আসছিল, সেটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু অর্থপাচারের বিষয়ে আমাদের দেশের আদালতে মামলা বিচারাধীন। সে মামলায় বিচারের সম্মুখীন করার জন্য তাঁকে অচিরেই ফিরিয়ে আনা হবে।
এর আগে সিঙ্গাপুর থেকে কোকোর পাচার করা অর্থ ফিরিয়ে আনা হয়। পিকে হালদারের পাচার করা অর্থও দ্রুত ফেরত আনা যাবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
বাংলাদেশ সরকারের অনুরোধেই পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি সেখানে অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সরকারের অনুরোধেই পিকে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এখন তাঁকে (পি কে হালদার) বাংলাদেশে নিয়ে এসে বিচারের সম্মুখীন করা হবে। আমাদের যে বন্দী বিনিময় চুক্তি আছে, সে চুক্তির আলোকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টও রয়েছে। তাই এখন তাঁকে নিয়ে আসার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘আমাদের দেশের যে টাকা ভারতে পাচার করা হয়েছে, আমরা তা ফেরত আনার চেষ্টা করব। কারণ এটা এ দেশের জনগণের টাকা।’
আমিন উদ্দিন বলেন, ভারতে জাল জালিয়াতির মাধ্যমে পিকে হালদার সেখানে অবস্থান করে আসছিল, সেটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু অর্থপাচারের বিষয়ে আমাদের দেশের আদালতে মামলা বিচারাধীন। সে মামলায় বিচারের সম্মুখীন করার জন্য তাঁকে অচিরেই ফিরিয়ে আনা হবে।
এর আগে সিঙ্গাপুর থেকে কোকোর পাচার করা অর্থ ফিরিয়ে আনা হয়। পিকে হালদারের পাচার করা অর্থও দ্রুত ফেরত আনা যাবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের পর অনেকটাই নিষ্ক্রিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে শিগগির দুটি প্ল্যাটফর্মকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেই লক্ষ্যে সংগঠন দুটির নেতৃত্ব, কাঠামো, কার্যক্রম কেমন হবে,
১ ঘণ্টা আগেইসলামী ব্যাংকে এস আলমসংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের এমডি মিহাম্মদ মনিরুল মওলার করা রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি মো. আশরাফুল
৩ ঘণ্টা আগেপুলিশ নারীবিদ্বেষী ও ধর্ষণের মামলায় আসামিদের গ্রেপ্তার করছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের সব নাগরিকের প্রতি এই আহ্বান জানান।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগে