হজ চিকিৎসা দলের সঙ্গে সৌদি যাওয়া হলো না ৯ জনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

হজযাত্রীদের জন্য সমন্বিত চিকিৎসক দলের নয় নার্সের সৌদি আরব যাত্রার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা পৃথক লিভ টু আপিল আজ বুধবার খারিজ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে তাঁরা আর হজ চিকিৎসক দলের সঙ্গে যাওয়ার সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে ধর্ম মন্ত্রণালয় সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করে গত ৯ এপ্রিল। ১৮৯ জনের এই বহরে ৫৫ জন নার্স ছিলেন। তবে এর মধ্যে তিনজন নার্সই নন। আবার কারও বয়স নির্ধারিত সীমার বেশি বেশি। এ ছাড়া বিভিন্ন অনিয়ম করে একাধিকবার চিকিৎসক দলে সৌদি যাওয়া ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে।

গত ১২ এপ্রিল দুদক চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব ও ধর্ম সচিব বরাবর অভিযোগ দেন জামালপুরের ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স খাঁন মো. গোলাম মোরশেদ।

আবেদন নিষ্পত্তি না করায় গোলাম মোরশেদ ১৮ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। গত ২৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে ৯ জনের সৌদি গমন স্থগিত করেন। এর বিরুদ্ধে ৫ জন নার্স ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে পৃথক আবেদন করে। তবে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ বহাল রাখেন। পরবর্তীতে তাঁরা বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য চেম্বার আদালতে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।

রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. সাখাওয়াত হোসাইন খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৯ জনের বাছাই হজ নীতিমালা অনুযায়ী হয়নি। তাঁদের মধ্যে ৬ জনের ৫৫ বছরের বেশি বয়স ও একাধিকবার হজ চিকিৎসক দলের সঙ্গে গেছেন। আর তিনজন নার্সই নন। হাইকোর্ট ৯ জনের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছিলেন। আপিল বিভাগ তাঁদের আবেদন খারিজ করে দিয়েছেন। তাই সমন্বিত হজ চিকিৎসক দলের সঙ্গে তাঁদের যাওয়ার আর কোনো সুযোগ থাকল না।’

আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. অজিউল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত