নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হজযাত্রীদের জন্য সমন্বিত চিকিৎসক দলের নয় নার্সের সৌদি আরব যাত্রার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা পৃথক লিভ টু আপিল আজ বুধবার খারিজ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে তাঁরা আর হজ চিকিৎসক দলের সঙ্গে যাওয়ার সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে ধর্ম মন্ত্রণালয় সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করে গত ৯ এপ্রিল। ১৮৯ জনের এই বহরে ৫৫ জন নার্স ছিলেন। তবে এর মধ্যে তিনজন নার্সই নন। আবার কারও বয়স নির্ধারিত সীমার বেশি বেশি। এ ছাড়া বিভিন্ন অনিয়ম করে একাধিকবার চিকিৎসক দলে সৌদি যাওয়া ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে।
গত ১২ এপ্রিল দুদক চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব ও ধর্ম সচিব বরাবর অভিযোগ দেন জামালপুরের ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স খাঁন মো. গোলাম মোরশেদ।
আবেদন নিষ্পত্তি না করায় গোলাম মোরশেদ ১৮ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। গত ২৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে ৯ জনের সৌদি গমন স্থগিত করেন। এর বিরুদ্ধে ৫ জন নার্স ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে পৃথক আবেদন করে। তবে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ বহাল রাখেন। পরবর্তীতে তাঁরা বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য চেম্বার আদালতে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।
রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. সাখাওয়াত হোসাইন খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৯ জনের বাছাই হজ নীতিমালা অনুযায়ী হয়নি। তাঁদের মধ্যে ৬ জনের ৫৫ বছরের বেশি বয়স ও একাধিকবার হজ চিকিৎসক দলের সঙ্গে গেছেন। আর তিনজন নার্সই নন। হাইকোর্ট ৯ জনের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছিলেন। আপিল বিভাগ তাঁদের আবেদন খারিজ করে দিয়েছেন। তাই সমন্বিত হজ চিকিৎসক দলের সঙ্গে তাঁদের যাওয়ার আর কোনো সুযোগ থাকল না।’
আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. অজিউল্লাহ।
হজযাত্রীদের জন্য সমন্বিত চিকিৎসক দলের নয় নার্সের সৌদি আরব যাত্রার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা পৃথক লিভ টু আপিল আজ বুধবার খারিজ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে তাঁরা আর হজ চিকিৎসক দলের সঙ্গে যাওয়ার সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে ধর্ম মন্ত্রণালয় সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করে গত ৯ এপ্রিল। ১৮৯ জনের এই বহরে ৫৫ জন নার্স ছিলেন। তবে এর মধ্যে তিনজন নার্সই নন। আবার কারও বয়স নির্ধারিত সীমার বেশি বেশি। এ ছাড়া বিভিন্ন অনিয়ম করে একাধিকবার চিকিৎসক দলে সৌদি যাওয়া ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে।
গত ১২ এপ্রিল দুদক চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব ও ধর্ম সচিব বরাবর অভিযোগ দেন জামালপুরের ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স খাঁন মো. গোলাম মোরশেদ।
আবেদন নিষ্পত্তি না করায় গোলাম মোরশেদ ১৮ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। গত ২৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে ৯ জনের সৌদি গমন স্থগিত করেন। এর বিরুদ্ধে ৫ জন নার্স ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে পৃথক আবেদন করে। তবে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ বহাল রাখেন। পরবর্তীতে তাঁরা বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য চেম্বার আদালতে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।
রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. সাখাওয়াত হোসাইন খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৯ জনের বাছাই হজ নীতিমালা অনুযায়ী হয়নি। তাঁদের মধ্যে ৬ জনের ৫৫ বছরের বেশি বয়স ও একাধিকবার হজ চিকিৎসক দলের সঙ্গে গেছেন। আর তিনজন নার্সই নন। হাইকোর্ট ৯ জনের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছিলেন। আপিল বিভাগ তাঁদের আবেদন খারিজ করে দিয়েছেন। তাই সমন্বিত হজ চিকিৎসক দলের সঙ্গে তাঁদের যাওয়ার আর কোনো সুযোগ থাকল না।’
আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. অজিউল্লাহ।
স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের সঠিক তালিকা প্রণয়ন এবং স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি দিতে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। মুহম্মদ আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামে এক ব্যক্তি জনস্বার্থে গত ১৬ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
২ মিনিট আগেদুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণের জন্য উদ্যোগ নিয়েছে। পুতুলের নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দুদক চিঠি পাঠানোর প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। এতে পুতুলের অযোগ্যতা, দুর্নীতি, এবং রাষ্ট্রের আর্থিক ক্ষত
২৫ মিনিট আগেস্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজিবি সব সময় সতর্ক আছে। সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত আছে। ওপারের কেউ সীমান্ত পার হয়ে অবৈধভাবে এপারে আসতে পারবে না। রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে।
৩০ মিনিট আগেশিক্ষা খাতে উচ্চতর গবেষণায় সহায়তাকারী সব সরকারি ও বেসরকারি সাধারণ, বিশেষায়িত, কারিগরি, কৃষি ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্নাতকোত্তর পর্যায়ের কলেজগুলোয় কর্মরত শিক্ষক-কর্মচারী বা সংশ্লিষ্ট কর্মকর্তারা পাবেন আর্থিক সহায়তা। গবেষণার মেয়াদ সর্বোচ্চ তিন বছর এবং বরাদ্দ সর্বোচ্চ ৩০ লাখ টাকা হতে প
৩৩ মিনিট আগে