কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। বাংলাদেশ-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বার্তায় এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। সোমবার ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে, চলতি বছর বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি করোনা মহামারি উত্তরণে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ফ্রেমওয়ার্ক চুক্তি জরুরি উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে বাড়ানোর পাশাপাশি চাকরির বাজার তৈরি এবং বাণিজ্যের অন্যান্য সম্ভাবনাগুলোকে খুলে দেবে।
১৯৭২ সালের ৩১শে জানুয়ারিতে ঢাকায় হাইকমিশন স্থাপন এবং স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূচনা হয় বলে জানিয়ে ওই বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিগত ৫০ বছর ধরে দুই দেশের মানুষ তাঁদের মধ্যকার অভিন্ন সম্মান, দুই দেশের কমিউনিটির মধ্যকার বন্ধন, গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে আসছে।
তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ, সমৃদ্ধ এবং একীভূতভাবে গড়তে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতির কথাও বার্তায় উল্লেখ করেন। সামনের বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা করেন স্কট মরিসন।
বার্তায় জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দুই দেশের মানুষের খেলাধুলার প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে যেভাবে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে, তাতে সামনের দিনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে বিশ্বাস করেন তিনি। বার্তায় চলতি বছরের শেষে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। বাংলাদেশ-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বার্তায় এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। সোমবার ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে, চলতি বছর বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি করোনা মহামারি উত্তরণে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ফ্রেমওয়ার্ক চুক্তি জরুরি উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে বাড়ানোর পাশাপাশি চাকরির বাজার তৈরি এবং বাণিজ্যের অন্যান্য সম্ভাবনাগুলোকে খুলে দেবে।
১৯৭২ সালের ৩১শে জানুয়ারিতে ঢাকায় হাইকমিশন স্থাপন এবং স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূচনা হয় বলে জানিয়ে ওই বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিগত ৫০ বছর ধরে দুই দেশের মানুষ তাঁদের মধ্যকার অভিন্ন সম্মান, দুই দেশের কমিউনিটির মধ্যকার বন্ধন, গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে আসছে।
তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ, সমৃদ্ধ এবং একীভূতভাবে গড়তে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতির কথাও বার্তায় উল্লেখ করেন। সামনের বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা করেন স্কট মরিসন।
বার্তায় জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দুই দেশের মানুষের খেলাধুলার প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে যেভাবে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে, তাতে সামনের দিনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে বিশ্বাস করেন তিনি। বার্তায় চলতি বছরের শেষে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
১৩ ঘণ্টা আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
১৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
১৬ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
১৭ ঘণ্টা আগে