বাসস, ঢাকা
সিরিয়ার এই সংকটময় পরিবর্তনের মুহূর্তে বাংলাদেশ রোববার (১৫ ডিসেম্বর) দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, এই ঘটনা অন্তর্ভুক্তি, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার নীতির ভিত্তিতে সিরিয়ার জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।
সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ তার প্রধান অবস্থান পুনর্ব্যক্ত করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সব ধরনের বাহ্যিক পদক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা অপরিহার্য।
মধ্যপ্রাচ্যের দেশটিতে শান্তি ও স্থিতি বজায় রাখতে সিরিয়ার সব পক্ষের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে এবং ঢাকা সিরিয়ায় সাম্প্রতিক ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সিরিয়ার অন্তর্বর্তী সরকারসহ সব পক্ষকে সংযম প্রদর্শন, সিরীয়দের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন এবং সংলাপ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।
বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে বেসামরিক জনগণের জীবন রক্ষা, মানবিক নীতি সমুন্নত রাখা এবং নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান জোরদার করার আহ্বান জানায়।
বাংলাদেশ সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত হতে সব পক্ষের প্রতি আহ্বান জানায়।
এ অঞ্চলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও টেকসই শান্তির পথ নিশ্চিত করা অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সিরিয়ার এই সংকটময় পরিবর্তনের মুহূর্তে বাংলাদেশ রোববার (১৫ ডিসেম্বর) দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, এই ঘটনা অন্তর্ভুক্তি, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার নীতির ভিত্তিতে সিরিয়ার জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।
সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ তার প্রধান অবস্থান পুনর্ব্যক্ত করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সব ধরনের বাহ্যিক পদক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা অপরিহার্য।
মধ্যপ্রাচ্যের দেশটিতে শান্তি ও স্থিতি বজায় রাখতে সিরিয়ার সব পক্ষের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে এবং ঢাকা সিরিয়ায় সাম্প্রতিক ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সিরিয়ার অন্তর্বর্তী সরকারসহ সব পক্ষকে সংযম প্রদর্শন, সিরীয়দের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন এবং সংলাপ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।
বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে বেসামরিক জনগণের জীবন রক্ষা, মানবিক নীতি সমুন্নত রাখা এবং নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান জোরদার করার আহ্বান জানায়।
বাংলাদেশ সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত হতে সব পক্ষের প্রতি আহ্বান জানায়।
এ অঞ্চলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও টেকসই শান্তির পথ নিশ্চিত করা অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানা (ওয়ার্কশপ) চালাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স থাকতে হবে। কিন্তু সারা দেশে ৩৫ হাজারের মতো এমন কারখানা চলছে ওই লাইসেন্স ছাড়াই। আইন অনুযায়ী অবৈধ এসব সারাইখানাকে বিআরটিএ লাইসেন্সের আওতায় আনার কার্যক্রম শুরু
২ ঘণ্টা আগেশিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গত শুক্রবার একাডেমিতে একটি অনুষ্ঠান চলাকালীন একাডেমির সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। জামিল আহমেদের উল্লিখিত কারণগুলোর মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি কিছু অসত্য, বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হয়ে
৩ ঘণ্টা আগেবাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, চলমান সংকট সমাধানে তাঁর বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হবে। অমর্ত্য সেন, বাংলাদেশ, অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা, ড. মুহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ, সংখ্যালঘু, সাম্প্রদায়িক
৩ ঘণ্টা আগেএসির তাপমাত্রা ২৫ ডিগ্রীর নিচে না নামানোর জন্য অনুরোধ করছি। না হলে অনেক বেশি বিদ্যুৎ খরচ হবে, তাতে লোডশেডিংয়ের কবলে পড়তে হতে পারে। মসজিদ ছাড়াও বাসা-বাড়ি, দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে যাতে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় ফ্যান লাইট না চলে, সেদিকে খেয়াল রাখতে হবে...
৪ ঘণ্টা আগে