সাবেক সংসদ সদস্য নদভী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫৫
Thumbnail image
আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার লালবাগের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শামসুজ্জামান দিপু সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার নদভীকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৯০ হাজার কার্ডের ৫৯ হাজারই বাতিল

পুলিশের অনুষ্ঠানে জবি ছাত্রশিবিরের সেক্রেটারিকে ‘ছাত্রলীগ’ বলল সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল

দল পুনর্গঠনে বিএনপিতে আসছে নতুন নেতৃত্ব

সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ মারা গেছেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা, ক্যাম্পাসে উত্তেজনা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত