নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ দেওয়া টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি কার্ডের দুই-তৃতীয়াংশই বাতিল করা হয়েছে। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৫৯ হাজার বাতিল করেছে টিসিবি।
মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবির কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নগরের মধ্যেই ৫৯ হাজার কার্ড বাতিল হওয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত গরিবেরা সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যাচাই-বাছাইয়ের পর বরিশাল সিটি করপোরেশন এলাকায় সাবেক মেয়রের বরাদ্দ দেওয়া টিসিবি কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে এসব সুবিধাভোগীর মধ্যে তিনটি পণ্য বিতরণ করা হয়। এগুলো হচ্ছে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি চাল। টিসিবির মাধ্যমে ভোক্তারা ৪৭০ টাকায় এসব পণ্য পাচ্ছেন।
নগরের নিউ সার্কুলার রোডে বাসাবাড়িতে কাজ করেন মণি বেগম। তিনি বলেন, টিসিবির পণ্য পেয়ে পরিবারের সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছেন তিনি। এখন সেটা যদি বাতিল হয়, তাহলে বেশি দামে পণ্য কিনতে হবে। এতে ব্যয়ের চাপ বাড়বে।
অন্য ভোক্তা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাঈদ হোসেন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড দেওয়া হতো। এক পরিবারের একাধিক সদস্যও পেতেন কার্ড। তখন আসল গরিবেরা টিসিবির পণ্য থেকে বঞ্চিত হতেন।’
নগরীতে টিসিবি পণ্যের ডিলার এ কে আজাদ রিপন জানান, বর্তমানে তাঁর অধীনে ৭৫৮ জন কার্ডধারী ভোক্তা রয়েছেন। এর মধ্যে কতগুলো কার্ড বাতিল হয়েছে তা আগামী সপ্তাহে বোঝা যাবে। তিনি বলেন, সাধারণ মানুষ বাতিলের তালিকায় পড়লে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ প্রসঙ্গে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজারের কম কার্ডে অনিয়ম পাওয়া গেছে। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল। অনেকটায় নির্ধারিত শর্ত পূরণ করা হয়নি।’
এ বিষয়ে কথা হলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী আজকের পত্রিকাকে বলেন, ‘অনলাইনে যাচাই-বাছাইয়ের পর সিটি করপোরেশন এলাকার ৯০ হাজার পারিবারিক কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। বাকি ৫৯ হাজার বাতিল হয়ে গেছে। বাতিল হওয়া অধিকাংশ কার্ডই হয়েছে মিথ্যা তথ্য দিয়ে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে।’
রেজাউল বারী দাবি করেন, এ কার্ডগুলো সিটি করপোরেশন বাতিল করেনি; বরং টিসিবি কর্তৃপক্ষই যাচাই করে বাতিল করেছে। বাতিল হওয়া কার্ডগুলো প্রকৃত গরিবদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।
বরিশাল সিটি করপোরেশন এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ দেওয়া টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি কার্ডের দুই-তৃতীয়াংশই বাতিল করা হয়েছে। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৫৯ হাজার বাতিল করেছে টিসিবি।
মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবির কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নগরের মধ্যেই ৫৯ হাজার কার্ড বাতিল হওয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত গরিবেরা সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যাচাই-বাছাইয়ের পর বরিশাল সিটি করপোরেশন এলাকায় সাবেক মেয়রের বরাদ্দ দেওয়া টিসিবি কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে এসব সুবিধাভোগীর মধ্যে তিনটি পণ্য বিতরণ করা হয়। এগুলো হচ্ছে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি চাল। টিসিবির মাধ্যমে ভোক্তারা ৪৭০ টাকায় এসব পণ্য পাচ্ছেন।
নগরের নিউ সার্কুলার রোডে বাসাবাড়িতে কাজ করেন মণি বেগম। তিনি বলেন, টিসিবির পণ্য পেয়ে পরিবারের সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছেন তিনি। এখন সেটা যদি বাতিল হয়, তাহলে বেশি দামে পণ্য কিনতে হবে। এতে ব্যয়ের চাপ বাড়বে।
অন্য ভোক্তা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাঈদ হোসেন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড দেওয়া হতো। এক পরিবারের একাধিক সদস্যও পেতেন কার্ড। তখন আসল গরিবেরা টিসিবির পণ্য থেকে বঞ্চিত হতেন।’
নগরীতে টিসিবি পণ্যের ডিলার এ কে আজাদ রিপন জানান, বর্তমানে তাঁর অধীনে ৭৫৮ জন কার্ডধারী ভোক্তা রয়েছেন। এর মধ্যে কতগুলো কার্ড বাতিল হয়েছে তা আগামী সপ্তাহে বোঝা যাবে। তিনি বলেন, সাধারণ মানুষ বাতিলের তালিকায় পড়লে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ প্রসঙ্গে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজারের কম কার্ডে অনিয়ম পাওয়া গেছে। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল। অনেকটায় নির্ধারিত শর্ত পূরণ করা হয়নি।’
এ বিষয়ে কথা হলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী আজকের পত্রিকাকে বলেন, ‘অনলাইনে যাচাই-বাছাইয়ের পর সিটি করপোরেশন এলাকার ৯০ হাজার পারিবারিক কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। বাকি ৫৯ হাজার বাতিল হয়ে গেছে। বাতিল হওয়া অধিকাংশ কার্ডই হয়েছে মিথ্যা তথ্য দিয়ে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে।’
রেজাউল বারী দাবি করেন, এ কার্ডগুলো সিটি করপোরেশন বাতিল করেনি; বরং টিসিবি কর্তৃপক্ষই যাচাই করে বাতিল করেছে। বাতিল হওয়া কার্ডগুলো প্রকৃত গরিবদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
১ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
১ ঘণ্টা আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
২ ঘণ্টা আগে