কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং একটি সফল পরিণতিতে যাওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে কিছু বিরোধী দলের অংশগ্রহণ না করাকে দুর্ভাগ্যজনক বলেছেন তিনি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (১২ জানুয়ারি) মস্কোয় এমন মন্তব্য করেছেন বলে ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে।
জাখারোভা বলেছেন, ‘বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদের ৩০০টি আসনের মধ্যে ২২২টি আসন লাভ করেছে, সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়েছে তারা। আমরা এই নির্বাচনের সফল পরিণতির জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই।’
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দুর্ভাগ্যবশত, কিছু বিরোধী দল নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য বিদেশি প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে, যেমনটি আমরা ২০২৩ সালের ২২ নভেম্বর এবং ১৫ ডিসেম্বর উল্লেখ করেছি। এই পরিস্থিতিতে ভোটারদের ইচ্ছার স্বাধীন প্রকাশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া উচিত।’
স্থানীয় পর্যবেক্ষক এবং রাশিয়ারসহ ২০০ টিরও বেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনের বৈধতা এবং সাধারণভাবে স্বীকৃত মানগুলোর সঙ্গে সামঞ্জস্য রক্ষিত হয়েছে বলে নিশ্চিত করেছেন। রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রে শুতোভ রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
১১ জানুয়ারি বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আগের পদেই আবার নিযুক্ত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং একটি সফল পরিণতিতে যাওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে কিছু বিরোধী দলের অংশগ্রহণ না করাকে দুর্ভাগ্যজনক বলেছেন তিনি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (১২ জানুয়ারি) মস্কোয় এমন মন্তব্য করেছেন বলে ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে।
জাখারোভা বলেছেন, ‘বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদের ৩০০টি আসনের মধ্যে ২২২টি আসন লাভ করেছে, সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়েছে তারা। আমরা এই নির্বাচনের সফল পরিণতির জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই।’
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দুর্ভাগ্যবশত, কিছু বিরোধী দল নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য বিদেশি প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে, যেমনটি আমরা ২০২৩ সালের ২২ নভেম্বর এবং ১৫ ডিসেম্বর উল্লেখ করেছি। এই পরিস্থিতিতে ভোটারদের ইচ্ছার স্বাধীন প্রকাশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া উচিত।’
স্থানীয় পর্যবেক্ষক এবং রাশিয়ারসহ ২০০ টিরও বেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনের বৈধতা এবং সাধারণভাবে স্বীকৃত মানগুলোর সঙ্গে সামঞ্জস্য রক্ষিত হয়েছে বলে নিশ্চিত করেছেন। রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রে শুতোভ রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
১১ জানুয়ারি বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আগের পদেই আবার নিযুক্ত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ শুক্রবার দিল্লিতে এক নিয়মিত ব্রিফিংয়ে এই উদ্বেগের কথা জানান। ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ভারত উদ্বিগ্ন...
২ ঘণ্টা আগেবাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সরবরাহ তহবিলে তীব্র ঘাটতির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি বলছে, জরুরি তহবিল দেওয়ার মাধ্যমে এই ঘাটতি কাটিয়ে ওঠা না গেলে ১০ লাখের বেশি মানুষের খাদ্য নিরাপত্তা বিপন্ন হতে পারে।
৩ ঘণ্টা আগেনারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বৈষম্যহীনভাবে ছয় মাস করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নারী শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
৫ ঘণ্টা আগেনারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসটা অতীব জরুরি। যদি আত্মবিশ্বাস আর নিজের উপর আস্থা নিয়ে কোন নারী সামনের দিকে এগিয়ে যেতে চায় তাহলে কেউ তাকে দাবিয়ে রাখতে পারে না। নারীর পিছিয়ে থাকার নেপথ্যের কারণ হিসেবে আমি তারমধ্যে আস্থা আর আত্মবিশ্বাসের অভাবকেই অন্যতম বলে মনে করি।
৬ ঘণ্টা আগে