নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে আরও দুই দিন অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা। ফলে ভ্যাপসা গরম কমার এখনই কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—দেশের রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী জেলায় যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে বৃষ্টিপাতের আভাস থাকলেও তা হবে বিক্ষিপ্তভাবে।
আজ মঙ্গলবার বিকেলে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকাসহ সব বিভাগে বৃষ্টিপাত হবে। তবে সবখানে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। কোথাও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আপাতত গরম কমে আসার সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম থাকবে আরও দুইদিন।’
এদিকে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা রাজশাহী, রংপুর ছাড়া বাকি সব বিভাগেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেটে সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও সৈয়দপুরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাঙামাটিতে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
সারা দেশে আরও দুই দিন অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা। ফলে ভ্যাপসা গরম কমার এখনই কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—দেশের রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী জেলায় যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে বৃষ্টিপাতের আভাস থাকলেও তা হবে বিক্ষিপ্তভাবে।
আজ মঙ্গলবার বিকেলে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকাসহ সব বিভাগে বৃষ্টিপাত হবে। তবে সবখানে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। কোথাও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আপাতত গরম কমে আসার সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম থাকবে আরও দুইদিন।’
এদিকে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা রাজশাহী, রংপুর ছাড়া বাকি সব বিভাগেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেটে সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও সৈয়দপুরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাঙামাটিতে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি) বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমি
৮ ঘণ্টা আগেফৌজদারি মামলায় কোনো আসামি আদালত থেকে অব্যাহতি পেলেও তিনি পুরোপুরি বিপদমুক্ত হন না। তার বিপদ কিছুটা থেকেই যায়। তবে ফৌজদারি মামলায় চার্জ গঠনের পর খালাস পেলে আসামি বিপদমুক্ত হন। একটি ফৌজদারি মামলা সংক্রান্ত সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত।
১০ ঘণ্টা আগেঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতি ও মানবাধিকারের ওপর প্রভাব ফেলবে।
১০ ঘণ্টা আগেনবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১১ ঘণ্টা আগে