রোজার আগেই বাড়ছে বিদ্যুতের দাম 

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১৯
Thumbnail image

রমজান মাস ও গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে।’ এ ছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর গেজেট আজ মঙ্গলবারই জারি হতে পারে বলেও জানান তিনি। 

নসরুল হামিদ বিপু বলেন, ‘বিদ্যুতে ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রতি ইউনিটে দাম বাড়ছে ৩৪ পয়সা। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে। বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।’ 

বিদ্যুতের মতো গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুতের নতুন দাম মার্চ মাস থেকে কার্যকর হবে। গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্পপর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই গ্যাসের দাম বাড়তে পারে।’ 

প্রতিমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে গ্যাসের দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত