নিজস্ব প্রতিবেদক , ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী আজ জামিন পেয়েছে। আদালতের মাধ্যমে তারা জামিন পায়। এর মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮, সিলেট বিভাগে ৬, রাজশাহী বিভাগে ১৫, খুলনা বিভাগে ৪, রংপুর বিভাগে ১২ এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন। তবে বরিশাল বিভাগে কোনো পরীক্ষার্থী গ্রেপ্তার নেই।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এসএমএসের মাধ্যমে এ তথ্য জানান।
জানা গেছে, গতকাল শুক্রবার ঢাকায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ও এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের সহায়তা করার জন্য আইনজীবী নিয়োগ দেয়। ওই দিন তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে ঢাকার আদালত জামিন দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে। এমন সিদ্ধান্তের পর গত দুই দিন জামিনের আবেদনগুলো করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী আজ জামিন পেয়েছে। আদালতের মাধ্যমে তারা জামিন পায়। এর মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮, সিলেট বিভাগে ৬, রাজশাহী বিভাগে ১৫, খুলনা বিভাগে ৪, রংপুর বিভাগে ১২ এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন। তবে বরিশাল বিভাগে কোনো পরীক্ষার্থী গ্রেপ্তার নেই।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এসএমএসের মাধ্যমে এ তথ্য জানান।
জানা গেছে, গতকাল শুক্রবার ঢাকায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ও এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের সহায়তা করার জন্য আইনজীবী নিয়োগ দেয়। ওই দিন তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে ঢাকার আদালত জামিন দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে। এমন সিদ্ধান্তের পর গত দুই দিন জামিনের আবেদনগুলো করা হয়।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৭ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৮ ঘণ্টা আগে