রানা প্লাজা ধস: সোহেল রানার জামিন স্থগিত থাকছে ৬ মাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৩, ২১: ১৬
Thumbnail image

রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় করা মামলায় ভবনমালিক সোহেল রানার জামিন শুনানি ছয় মাস মুলতবি করেছেন আপিল বিভাগ। 

এর ফলে হাইকোর্টের জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ আপাতত ছয় মাসের জন্য বহাল থাকছে।

এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল হাইকোর্ট তাঁকে জামিন দেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়। আদালত এ বিষয়ে শুনানি ছয় মাসের জন্য মুলতবি রাখার আদেশ দেন। 

রানার আইনজীবী কামরুল ইসলাম আদালতে বলেন, ‘১০ বছর ধরে সে কারাগারে আছে। তাকে জামিন দিন।’

তখন প্রধান বিচারপতি বলেন, ‘আরও ছয় মাস থাকুক। আমরা যখন বিচার করি, তখন আমাদের এভাবে ভাবতে হয় যে এই ঘটনায় মারা যাওয়া এগারো শ লাশ আমাদের সামনে। আর তাদের আত্মীয়-স্বজনেরা আরেক পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ন্যায়বিচার চাচ্ছে।’

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ভবন ধসে নিহত হয় ১ হাজার ১৩৫ জন শ্রমিক। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ১ হাজার ১৬৯ জন। ওই ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যুতে হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে। 

ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত