কারামুক্ত রোজিনা ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ মে ২০২১, ১৮: ৩০
Thumbnail image

ঢাকা: অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। আজ রোববার বেলা সাড়ে ৪টার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে সকালে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর কারাফটকে ভিড় করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও স্বজনরা। বেলা সোয়া ৩টার দিকে দুটি মাইক্রোবাসে করে রোজিনার স্বজনরা কারা অভ্যন্তরে প্রবেশ করেন।

প্রসঙ্গত, গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী।

১৮ মে সিএমএম আদালতে তোলা হয় রোজিনাকে। মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠান।

কাশিমপুর কারাগারের ফটকে রোজিনা ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা

২০ মে সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে জামিন বিষয়ে শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ নথি দেখে জামিন বিষয়ে আদেশের জন্য আজ রোববার দিন ধার্য করেন। আজ ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চ্যুয়াল আদালতে পাঁচ হাজার টাকা জামানতে এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পান রোজিনা ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত