Ajker Patrika

আশিয়ানের চেয়ারম্যান হওয়ায় কম্বোডিয়াকে বাংলাদেশের অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আশিয়ানের চেয়ারম্যান হওয়ায় কম্বোডিয়াকে বাংলাদেশের অভিনন্দন

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আশিয়ানের চেয়ারম্যান হওয়ায় কম্বোডিয়াকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। আলাপকালে আশিয়ানের চেয়ারম্যান ও সংস্থাটির মিয়ানমার বিষয়ক চেয়ার হওয়ায় অভিনন্দন জানান আবদুল মোমেন। এ সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চান তিনি। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ, মিয়ানমার এবং এ অঞ্চলের সম্ভাব্য জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং আন্তসীমান্ত অপরাধের মতো নিরাপত্তা ঝুঁকির বিষয়টি প্রাক সোখোনকে জানান তিনি। 

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন প্রাক সোখোন। সেই সঙ্গে এ সংকটের টেকসই সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে বলেও নিশ্চিত করেন তিনি। 

এ সময় আশিয়ানের সেক্টরাল ডায়ালগ অংশীদার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য কম্বোডিয়ার সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এ বিষয়ে আশিয়ান সচিবালয়ে প্রয়োজনীয় সমন্বয়ের নিশ্চয়তা দেন প্রাক সোখোন। 

রোহিঙ্গাদের দেখতে প্রাক সোখোনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান একে আবদুল মোমেন। আলাপকালে দুই মন্ত্রী একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত