জাতীয় শোক দিবস পালনে মানতে হবে যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ২৩: ৪২

করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে একটি গাইডলাইন তৈরি করে দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। আজ বৃহস্পতিবার রাতে সরকারি তথ্যবিবরণীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ বলছে, শোক দিবসের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানস্থলে ঢোকা ও বের হওয়ার আলাদা পথ থাকতে হবে। একসঙ্গে ২০ জনের বেশি মানুষ শ্রদ্ধাজ্ঞাপন স্থানে প্রবেশ করতে পারবেন না। শ্রদ্ধা জানাতে যারা আসবেন তাদের তিন ফুট দূরত্ব বজায় রেখে লাইন করে প্রবেশ করতে হবে। সম্ভব হলে পুরো পথ পরিক্রমাটি গোল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করা যেতে পারে।

‘সমাবেশে আগত সকলের মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশ পথে হ্যান্ডস্যানিটাইজার সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করতে হবে। সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন না। হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।’

শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে জনসমাগম যথাসম্ভব কম রাখতে হবে জানিয়ে সরকারি ভাষ্যে বলা হয়েছে, অনুষ্ঠানস্থল বা কক্ষের আয়তনের ওপর লোকসংখ্যার উপস্থিতি নির্ধারণ করতে হবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনক হারানোর দিনটিকে জাতীয় শোক হিসেবে পালন করে সরকার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত