নিজস্ব প্রতিবেদক
প্রকল্পের নিয়োগ থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করছেন দুই সরকারি সংস্থার কর্মচারীরা। আজ বুধবার সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই বিক্ষোভ করছেন তাঁরা।
মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের অধীন জীবিকায়নের জন্য নারীদের দক্ষতা শীর্ষক প্রকল্পের প্রশিক্ষক মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জীবিকায়নের জন্য নারীদের দক্ষতা প্রকল্পে আমাদের নিয়োগ হয়েছে ২০১১ সালে। এরপর থেকে ১৪ বছর একই পদে চাকরি করছি। রাজস্ব বাজেটে বেতন নিচ্ছি, কিন্তু রাজস্ব খাতে নিয়মিতকরণ করা হচ্ছে না। ফলে আমাদের বেতন ঠিক সময়ে হয় না। তিন মাস, এমনকি নয় মাস পরেও আমাদের বেতন হয়েছে।’
ক্ষোভ প্রকাশ করে আমিনুর রহমান বলেন, ‘চাকরি নিয়মিতকরণ না হওয়ায় আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের কোনো গ্র্যাচুইটি নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, প্রমোশন নেই।’ তিনি চাকরি নিয়মিতকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে একই দাবিতে আন্দোলনে থাকা মৎস্য ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মসূচিতে ৪৬৬ জনের আউটসোর্সিংয়ে নিয়োগ হয়।
আহসান হাবিব জানান, পাঁচ বছর পার হয়ে গেলেও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। ফলে দেশের উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ বিকাশে তাঁরা অবদান রাখলেও নিজেদের ভবিষ্যৎ হুমকির মুখে। তিনি অবিলম্বে চাকরি স্থায়ী করে এই অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রকল্পের নিয়োগ থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করছেন দুই সরকারি সংস্থার কর্মচারীরা। আজ বুধবার সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই বিক্ষোভ করছেন তাঁরা।
মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের অধীন জীবিকায়নের জন্য নারীদের দক্ষতা শীর্ষক প্রকল্পের প্রশিক্ষক মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জীবিকায়নের জন্য নারীদের দক্ষতা প্রকল্পে আমাদের নিয়োগ হয়েছে ২০১১ সালে। এরপর থেকে ১৪ বছর একই পদে চাকরি করছি। রাজস্ব বাজেটে বেতন নিচ্ছি, কিন্তু রাজস্ব খাতে নিয়মিতকরণ করা হচ্ছে না। ফলে আমাদের বেতন ঠিক সময়ে হয় না। তিন মাস, এমনকি নয় মাস পরেও আমাদের বেতন হয়েছে।’
ক্ষোভ প্রকাশ করে আমিনুর রহমান বলেন, ‘চাকরি নিয়মিতকরণ না হওয়ায় আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের কোনো গ্র্যাচুইটি নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, প্রমোশন নেই।’ তিনি চাকরি নিয়মিতকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে একই দাবিতে আন্দোলনে থাকা মৎস্য ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মসূচিতে ৪৬৬ জনের আউটসোর্সিংয়ে নিয়োগ হয়।
আহসান হাবিব জানান, পাঁচ বছর পার হয়ে গেলেও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। ফলে দেশের উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ বিকাশে তাঁরা অবদান রাখলেও নিজেদের ভবিষ্যৎ হুমকির মুখে। তিনি অবিলম্বে চাকরি স্থায়ী করে এই অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৬ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৮ ঘণ্টা আগে