চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে ২ সংস্থার কর্মচারীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৪: ১১
Thumbnail image

প্রকল্পের নিয়োগ থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করছেন দুই সরকারি সংস্থার কর্মচারীরা। আজ বুধবার সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই বিক্ষোভ করছেন তাঁরা। 

মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের অধীন জীবিকায়নের জন্য নারীদের দক্ষতা শীর্ষক প্রকল্পের প্রশিক্ষক মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জীবিকায়নের জন্য নারীদের দক্ষতা প্রকল্পে আমাদের নিয়োগ হয়েছে ২০১১ সালে। এরপর থেকে ১৪ বছর একই পদে চাকরি করছি। রাজস্ব বাজেটে বেতন নিচ্ছি, কিন্তু রাজস্ব খাতে নিয়মিতকরণ করা হচ্ছে না। ফলে আমাদের বেতন ঠিক সময়ে হয় না। তিন মাস, এমনকি নয় মাস পরেও আমাদের বেতন হয়েছে।’ 
 
ক্ষোভ প্রকাশ করে আমিনুর রহমান বলেন, ‘চাকরি নিয়মিতকরণ না হওয়ায় আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের কোনো গ্র্যাচুইটি নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, প্রমোশন নেই।’ তিনি চাকরি নিয়মিতকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। 

অন্যদিকে একই দাবিতে আন্দোলনে থাকা মৎস্য ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মসূচিতে ৪৬৬ জনের আউটসোর্সিংয়ে নিয়োগ হয়। 

আহসান হাবিব জানান, পাঁচ বছর পার হয়ে গেলেও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। ফলে দেশের উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ বিকাশে তাঁরা অবদান রাখলেও নিজেদের ভবিষ্যৎ হুমকির মুখে। তিনি অবিলম্বে চাকরি স্থায়ী করে এই অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত