২৯ খাদ্যপণ্যের দাম নির্ধারণের বিষয়ে জানেন না কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১৭: ০৪
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৮: ১১

বাজার নিয়ন্ত্রণে ২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। তিনি বলেন, ‘আমি জানি না। বিপণন তো মার্কেটিং, দাম নির্ধারণের বিষয়ে আমি জানি না।’ 

আজ শনিবার দুপুরে রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে বিশ্ব আবহাওয়া দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবহাওয়া অধিদপ্তর। 

কৃষি বিপণন অধিদপ্তর আপনার মন্ত্রণালয়ের অধীনের সংস্থা উল্লেখ করলে তিনি বলেন, ‘এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র।’ 

রমজানের শুরুতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাছ, মাংসসহ ২৯ খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। গত কয়েক দিন বেগুন, লাউসহ কিছু সবজি কৃষক পর্যায়ে দাম তলানিতে থাকলেও খুচরা পর্যায়ে চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে। 

সরকারিভাবে চাল আমদানির পরিকল্পনা নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, সরকারিভাবে আমদানি হলে নানা কারণে বিলম্ব হয়। 

আবহাওয়া দিবসের অনুষ্ঠান বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. মো. শামীম হাসান ভূইয়া। কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পিডি মো. শাহ কামাল খান। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রীর নাম ‘আব্দুর সবুর’ বলে উল্লেখ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত