নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজার নিয়ন্ত্রণে ২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। তিনি বলেন, ‘আমি জানি না। বিপণন তো মার্কেটিং, দাম নির্ধারণের বিষয়ে আমি জানি না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে বিশ্ব আবহাওয়া দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবহাওয়া অধিদপ্তর।
কৃষি বিপণন অধিদপ্তর আপনার মন্ত্রণালয়ের অধীনের সংস্থা উল্লেখ করলে তিনি বলেন, ‘এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র।’
রমজানের শুরুতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাছ, মাংসসহ ২৯ খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। গত কয়েক দিন বেগুন, লাউসহ কিছু সবজি কৃষক পর্যায়ে দাম তলানিতে থাকলেও খুচরা পর্যায়ে চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে।
সরকারিভাবে চাল আমদানির পরিকল্পনা নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, সরকারিভাবে আমদানি হলে নানা কারণে বিলম্ব হয়।
আবহাওয়া দিবসের অনুষ্ঠান বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. মো. শামীম হাসান ভূইয়া। কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পিডি মো. শাহ কামাল খান। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রীর নাম ‘আব্দুর সবুর’ বলে উল্লেখ করেন।
বাজার নিয়ন্ত্রণে ২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। তিনি বলেন, ‘আমি জানি না। বিপণন তো মার্কেটিং, দাম নির্ধারণের বিষয়ে আমি জানি না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে বিশ্ব আবহাওয়া দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবহাওয়া অধিদপ্তর।
কৃষি বিপণন অধিদপ্তর আপনার মন্ত্রণালয়ের অধীনের সংস্থা উল্লেখ করলে তিনি বলেন, ‘এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র।’
রমজানের শুরুতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাছ, মাংসসহ ২৯ খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। গত কয়েক দিন বেগুন, লাউসহ কিছু সবজি কৃষক পর্যায়ে দাম তলানিতে থাকলেও খুচরা পর্যায়ে চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে।
সরকারিভাবে চাল আমদানির পরিকল্পনা নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, সরকারিভাবে আমদানি হলে নানা কারণে বিলম্ব হয়।
আবহাওয়া দিবসের অনুষ্ঠান বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. মো. শামীম হাসান ভূইয়া। কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পিডি মো. শাহ কামাল খান। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রীর নাম ‘আব্দুর সবুর’ বলে উল্লেখ করেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে, তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নির্ম
২ ঘণ্টা আগে‘আওয়ামী লীগও অন্য যে কোনো দলের মতো নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা তাঁদের রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তবে এর আগে তাদের আচরণ এবং অতীতে সংঘটিত অপরাধের জন্য দায় মেনে নিতে হবে। একবার তাঁরা আইনি বাধাগুলো কাটিয়ে উঠলে নির্বাচনে তাদের স্বাগত জানানো হবে।’
৩ ঘণ্টা আগেমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তির আবেদন করতে দিলে এই আইন সম্পর্কে ধারণা ও বাস্তবায়ন বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
৪ ঘণ্টা আগেপুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে ৫৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
৫ ঘণ্টা আগে