নাম পরিবর্তন করে ইসির নিবন্ধন পেল আরেকটি পর্যবেক্ষক সংস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১৯: ০১
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৯: ১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাম পরিবর্তন করে আরও একটি দেশীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ কমিশন নাম পরিবর্তন করে মুভমেন্ট ফর সোস্যাল জাস্টিস নামে ইসির নিবন্ধন পেয়েছে। এ নিয়ে ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়াল ৬৭টি। 

আজ মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

মো. আশাদুল হক বলেন, প্রথম দফায় যাচাই-বাছাইয়ে টিকে যাওয়া ৬৮টি সংস্থার মধ্যে রূপনগর শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন-রিহাফ এবং হিউম্যান রাইটস ওয়াচ কমিশন-এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জমা পড়ে। কমিশনের নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তন করে হিউম্যান রাইটস ওয়াচ কমিশন তাদের প্রতিষ্ঠানের নাম মুভমেন্ট ফর সোস্যাল জাস্টিস নামে সংশোধিত কাগজপত্র ইসিতে জমা দেয়। সে পরিপ্রেক্ষিতে কমিশন ৬৭তম স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে মুভমেন্ট ফর সোস্যাল জাস্টিসকে চূড়ান্ত নিবন্ধন দেয়। একই সঙ্গে রূপনগর শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন-রিহাফকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। 

চলতি বছর প্রথম দফায় বিজ্ঞপ্তি দেওয়ার পর ইসিতে ২১০টি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে শেষ পর্যন্ত ৬৭টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেল। 
 
এবার পর্যবেক্ষক সংস্থা কম হওয়ায় সম্প্রতি দ্বিতীয়বার নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন। এতে নতুন করে ১৪৯টি সংস্থা আবেদন করেছে। সেগুলোর কাগজপত্র যাচাই-বাছাই চলছে। 

২০০৮ সালে প্রথমবার নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১৩৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। এবার নিবন্ধন পাওয়া সংস্থাগুলো আগামী পাঁচ বছরের জন্য সব ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ পাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত