Ajker Patrika

চীনা নাগরিকদের অনেকে অপরাধে জড়িয়ে পড়ছেন, আইন মেনে চলার আহ্বান দূতাবাসের

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
চীনা নাগরিকদের অনেকে অপরাধে জড়িয়ে পড়ছেন, আইন মেনে চলার আহ্বান দূতাবাসের

বাংলাদেশে যেসব চীনা নাগরিক কর্মরত রয়েছেন বা ব্যবসা–বাণিজ্য করছেন, তাঁদের এ দেশের আইন মেনে চলার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে চীন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও কনসাল লি জিয়ান।

চায়নিজ ওভারসিস অ্যাসোসিয়েশন ও চীন দূতাবাসের যৌথ উদ্যোগে উত্তরায় আজ মঙ্গলবার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে লি জিয়ান এ আহ্বান জানান।

এ অনুষ্ঠানে ১২৮ জন চীনা নাগরিক অংশ নেন। সভাটি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে।

চীন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লি জিয়ান বলেন, ‘চীনের অনেক নাগরিক বাংলাদেশ বসবাস করেন। তাঁদের কেউ কেউ চাকরি, ব্যবসাসহ অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছেন। কিন্তু মাঝে মধ্যে চীনা নাগরিকদের কাউকে কাউকে বিভিন্ন অপরাধে জড়ানোর তথ্য পাওয়া যায়।’

দূতাবাস কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের দেশটির প্রচলিত আইন মেনে কাজ করতে হবে। এমন কিছু করা যাবে না, যেন দেশটির আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত