কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আগামীকাল বুধবার দিল্লি সফরে যাচ্ছেন। সফরে চেন্নাইতে বাংলাদেশ উপহাইকমিশন পরিদর্শনসহ ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক, যৌথ কমিশনের বৈঠক (জেসিসি) এবং চলতি বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা হবে।
দিল্লি সফরে আলোচনার বিষয়গুলো জানতে চাইলে পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, এটি আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়। তবে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক হবে। আর পাশাপাশি চেন্নাইতে যে বাংলাদেশ উপহাইকমিশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তার কার্যক্রম পরিদর্শন করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন করলে মাসুদ বিন মোমেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে আলোচনার সুযোগ হবে। যেহেতু ভারত থেকে সাম্প্রতিক সময়ে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গিয়েছেন। সেই অনুযায়ী এ বছর সুবিধাজনক সময়ে আমাদের প্রধানমন্ত্রী (ভারতে) সফর করতে পারেন। সে বিষয়ে আলোচনা হতে পারে।
মাসুদ বিন মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক জেসিসি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে পানির বিষয়ে আলোচনা করা হবে। যেগুলো এগিয়ে নিয়ে যেতে পারি, সেগুলো এগিয়ে নিয়ে যাব। আর যেগুলোতে আরও আলোচনার দরকার হবে, সেগুলো যৌথ নদী কমিশনের বৈঠকে আলোচনা করা যেতে পারে। তিস্তা নিয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিস্তা নিয়ে এর মধ্যে আর আলোচনা হয়নি। তবে ছয়টি নদীসহ বেশ কিছু ছোট প্রকল্পে অগ্রগতি রয়েছে।
স্থলসীমান্ত কবে খুলে দেওয়া হবে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান ধারা যদি চলমান থাকে, তবে আগামী মাস থেকে অনেক শিথিল করা সম্ভব হবে। সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বর্তমানে সীমান্ত হত্যা কমে এসেছে। প্রতিটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। প্রতিনিয়ত আমরা আলোচনা করি কীভাবে এটি কমানো যায়। তারা যেটা বলে যে, অনেক ক্ষেত্রে সীমান্তের অনেক ভেতরে এ ঘটনাগুলো ঘটে। সে ক্ষেত্রে যারা এত ভেতরে যায়, কী কারণে যায়, সেগুলো আমাদেরও একটু বিবেচনা করা উচিত।’
ভারতের পক্ষ থেকে বিএসএফকে নির্দেশনা দেওয়া হয় জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘উসকানিমূলক বা নিরাপত্তাজনিত কোনো সমস্যার সম্মুখীন হলে সব রাষ্ট্রেরই প্রতিরক্ষার অধিকার রয়েছে। তার দেশের ভেতরে অন্য দেশের নাগরিক যদি নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড করে, সে ক্ষেত্রে দেশটির প্রতিরক্ষার অধিকার রয়েছে। প্রতিটি ঘটনাই যাচাই-বাছাই করে মন্তব্য করা উচিত।’
পররাষ্ট্রসচিব বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছাবেন। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চেন্নাই থেকে ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন। ২৫ ফেব্রুয়ারি তাঁর বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আগামীকাল বুধবার দিল্লি সফরে যাচ্ছেন। সফরে চেন্নাইতে বাংলাদেশ উপহাইকমিশন পরিদর্শনসহ ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক, যৌথ কমিশনের বৈঠক (জেসিসি) এবং চলতি বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা হবে।
দিল্লি সফরে আলোচনার বিষয়গুলো জানতে চাইলে পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, এটি আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়। তবে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক হবে। আর পাশাপাশি চেন্নাইতে যে বাংলাদেশ উপহাইকমিশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তার কার্যক্রম পরিদর্শন করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন করলে মাসুদ বিন মোমেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে আলোচনার সুযোগ হবে। যেহেতু ভারত থেকে সাম্প্রতিক সময়ে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গিয়েছেন। সেই অনুযায়ী এ বছর সুবিধাজনক সময়ে আমাদের প্রধানমন্ত্রী (ভারতে) সফর করতে পারেন। সে বিষয়ে আলোচনা হতে পারে।
মাসুদ বিন মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক জেসিসি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে পানির বিষয়ে আলোচনা করা হবে। যেগুলো এগিয়ে নিয়ে যেতে পারি, সেগুলো এগিয়ে নিয়ে যাব। আর যেগুলোতে আরও আলোচনার দরকার হবে, সেগুলো যৌথ নদী কমিশনের বৈঠকে আলোচনা করা যেতে পারে। তিস্তা নিয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিস্তা নিয়ে এর মধ্যে আর আলোচনা হয়নি। তবে ছয়টি নদীসহ বেশ কিছু ছোট প্রকল্পে অগ্রগতি রয়েছে।
স্থলসীমান্ত কবে খুলে দেওয়া হবে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান ধারা যদি চলমান থাকে, তবে আগামী মাস থেকে অনেক শিথিল করা সম্ভব হবে। সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বর্তমানে সীমান্ত হত্যা কমে এসেছে। প্রতিটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। প্রতিনিয়ত আমরা আলোচনা করি কীভাবে এটি কমানো যায়। তারা যেটা বলে যে, অনেক ক্ষেত্রে সীমান্তের অনেক ভেতরে এ ঘটনাগুলো ঘটে। সে ক্ষেত্রে যারা এত ভেতরে যায়, কী কারণে যায়, সেগুলো আমাদেরও একটু বিবেচনা করা উচিত।’
ভারতের পক্ষ থেকে বিএসএফকে নির্দেশনা দেওয়া হয় জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘উসকানিমূলক বা নিরাপত্তাজনিত কোনো সমস্যার সম্মুখীন হলে সব রাষ্ট্রেরই প্রতিরক্ষার অধিকার রয়েছে। তার দেশের ভেতরে অন্য দেশের নাগরিক যদি নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড করে, সে ক্ষেত্রে দেশটির প্রতিরক্ষার অধিকার রয়েছে। প্রতিটি ঘটনাই যাচাই-বাছাই করে মন্তব্য করা উচিত।’
পররাষ্ট্রসচিব বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছাবেন। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চেন্নাই থেকে ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন। ২৫ ফেব্রুয়ারি তাঁর বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
৯ ঘণ্টা আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
১২ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
১৩ ঘণ্টা আগে