নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ‘দ্য ট্রি অব পিস’ সম্মাননা ইউনেসকোর কোনো ‘অফিশিয়াল অ্যাওয়ার্ড’ নয়। এই পদকে ইউনেসকোর কোনো মর্যাদা নেই। গত ২১ মে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে লেখা এক চিঠিতে এ তথ্য জানায় ইউনেসকো সদর দপ্তরের এক্সটার্নাল রিলেশন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল এনথনি ওহেমেং বোমাহ।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. ইউনূস ইউনেসকোর ‘ট্রি অব পিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন—এমন সংবাদের সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেসকো কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৩১ মার্চ ইউনেসকোর ডিরেক্টর জেনারেল বরাবর চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেসকোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্রি অব পিস’ ইউনেসকোর গুড উইল অ্যাম্বাসেডর হেদভা সের–এর একটি ভাস্কর্য। আজারবাইজানের বাকু ফোরাম ইউনেসকোর গুড উইল অ্যাম্বাসেডর হেদভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসকে ‘ট্রি অব পিস’ ভাস্কর্য দেওয়ার বিষয়ে ইউনেসকোর সঙ্গে কোনো রকমের পরামর্শ করা হয়নি এবং ওই অনুষ্ঠানে ইউনেসকোর কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।
গত ২১ মার্চ ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেসকো থেকে ‘দি ট্রি অব পিস’ সম্মাননা পেয়েছেন ড. ইউনূস। গত ২৭ মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ইউনেসকো থেকে ইউনূসকে কোনো সম্মাননা দেওয়া হয়নি। বাকু সম্মেলনে নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামের একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভা সার।
আরও পড়ুন -
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ‘দ্য ট্রি অব পিস’ সম্মাননা ইউনেসকোর কোনো ‘অফিশিয়াল অ্যাওয়ার্ড’ নয়। এই পদকে ইউনেসকোর কোনো মর্যাদা নেই। গত ২১ মে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে লেখা এক চিঠিতে এ তথ্য জানায় ইউনেসকো সদর দপ্তরের এক্সটার্নাল রিলেশন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল এনথনি ওহেমেং বোমাহ।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. ইউনূস ইউনেসকোর ‘ট্রি অব পিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন—এমন সংবাদের সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেসকো কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৩১ মার্চ ইউনেসকোর ডিরেক্টর জেনারেল বরাবর চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেসকোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্রি অব পিস’ ইউনেসকোর গুড উইল অ্যাম্বাসেডর হেদভা সের–এর একটি ভাস্কর্য। আজারবাইজানের বাকু ফোরাম ইউনেসকোর গুড উইল অ্যাম্বাসেডর হেদভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসকে ‘ট্রি অব পিস’ ভাস্কর্য দেওয়ার বিষয়ে ইউনেসকোর সঙ্গে কোনো রকমের পরামর্শ করা হয়নি এবং ওই অনুষ্ঠানে ইউনেসকোর কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।
গত ২১ মার্চ ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেসকো থেকে ‘দি ট্রি অব পিস’ সম্মাননা পেয়েছেন ড. ইউনূস। গত ২৭ মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ইউনেসকো থেকে ইউনূসকে কোনো সম্মাননা দেওয়া হয়নি। বাকু সম্মেলনে নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামের একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভা সার।
আরও পড়ুন -
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৭ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৮ ঘণ্টা আগে