Ajker Patrika

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে চাঁদা দাবিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২৪, ২২: ২১
বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে চাঁদা দাবিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চাইলেন হাইকোর্ট

রাজশাহীতে চাঁদাবাজদের হুমকিতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বন্ধের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে রাজশাহীর পুলিশ কমিশনার ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা জানাতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরুদ্দিনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এর আগে গণমাধ্যমে প্রকাশিত এ–সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. অজিউল্যাহ। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট রুলসহ আদেশ দিয়েছেন। বিষয়টি আগামী ৪ জুন আবারও শুনানির জন্য আসবে। আদালত বলেছেন, যেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণ করা হচ্ছে সেখানে চাঁদা দাবি করা জঘন্যতম অপরাধ।’ 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) রাজশাহীর অফিস ক্যাম্পাসের অভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বাস্তবায়নাধীন। তবে চাঁদা দাবি করায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ ম্যুরাল নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। এ নিয়ে রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি জিডি করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত