নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও মাদারীপুর প্রতিনিধি
থলের বিড়াল বেরিয়ে এসেছে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত খোদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা ও কর্মচারীরাই। এরই মধ্যে প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তা, তিন কর্মচারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই চক্র অন্তত এক যুগ ধরে ক্যাডার ও নন-ক্যাডার চাকরির ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। আর এ কাজ করে বিপুল সম্পদের মালিক হয়েছেন প্রত্যেকেই।
গতকাল সোমবার সন্ধ্যায় সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া পিএসসির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তে যাঁকে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁকেই গ্রেপ্তার করা হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আলমগীর কবির, সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তাঁর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, ডেসপাস রাইডার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা- প্রহরী শাহাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুন হাসান, অডিটর প্রিয়নাথ রায়, নোমান সিদ্দিকী, আবু সোলায়মান মো. সোহেল, জাহিদুল ইসলাম, মামুনুর রশীদ, সাখাওয়াত হোসেন, সায়েম হোসেন ও লিটন সরকার।
গ্রেপ্তার হওয়া চক্রটি প্রশ্নপত্র ফাঁস করে ৫০ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত তুলে নিত। এর মধ্য দিয়ে বিপুল সম্পদ গড়েছে তারা।
প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের খোঁজ যেভাবে
৫ জুলাই শুক্রবার রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় নজরদারি বাড়ায় সিআইডি। চক্রটির অন্যতম সদস্য পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তিনি জিজ্ঞাসাবাদে জানান, পিএসসির উপপরিচালক মো. আবু জাফরের মাধ্যমে ২ কোটি টাকার বিনিময়ে শুক্রবার ওই প্রশ্নপত্র ফাঁসের চুক্তি করেন তাঁরা। চুক্তি অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস করেন। হোয়াটসঅ্যাপে তাঁরা প্রশ্ন দেন। গত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস করেন তাঁরা। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নেন। তাঁর এই তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে সিআইডি।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, ১৭ জনের মধ্যে ৬ জনই পিএসসির কর্মকর্তা-কর্মচারী। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের আলামত, ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পিএসএসির কর্মকর্তা ও কর্মচারীদের প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, পিএসসিকে বিতর্কিত করা হলে চাকরিপ্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। তাই সবার উচিত পিএসসিকে বিতর্কিত না করা।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার পিএসসির
এদিকে পিএসসি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে। গতকাল রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের নন-ক্যাডার ‘উপসহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষাসহ গত ১২ বছরে বিসিএস এবং অন্যান্য নন-ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকেই কখনো কোনো অভিযোগ ওঠেনি। এতেই প্রমাণিত, ওই সব পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। কাজেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে অভিযোগ তোলার কোনো সুযোগ নেই।
পিএসসির পরীক্ষা গ্রহণের পদ্ধতির বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাসময়ে অভিযোগ না হওয়া সত্ত্বেও ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণা কিংবা অন্য কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত প্রমাণ হলে কমিশন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
আলোচনায় গাড়িচালক আবেদ আলী
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের একজন আবেদ আলী জীবন একসময় পিএসসির চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন। পিএসসির চাকরি থেকে অবসরের পর তিনি এলাকায় গিয়ে উপজেলা নির্বাচন করেন। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এগুলোর মধ্যে ঢাকায় দুটি বহুতল ভবন এবং মাদারীপুরে একটি বিলাসবহুল বাড়ির সন্ধান রয়েছে। এ ছাড়া গত ১৮ মে আবেদ আলী তাঁর ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। হোটেল সান মেরিনা, কুয়াকাটা।’
গত উপজেলা নির্বাচনে মাদারীপুরের ডাসার এলাকায় কোটি টাকার গাড়িতে চড়ে জনসংযোগ করেন সৈয়দ আবেদ আলী জীবন ও তাঁর ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম। বাবা-ছেলে এলাকায় দান করেন দুই হাত ভরে। এলাকাবাসী জানান, আবেদ আলীর ছেলে সিয়াম শুধু একটি নয়, একাধিক দামি গাড়ি ব্যবহার করেন। সবই দামি, ঝকঝকে। পড়েছেন ভারতের শিলংয়ে। তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দ আবেদ আলী তাঁর গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এ ছাড়া তিনি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণ করছেন গরুর খামার ও শপিং সেন্টার। ডাসার উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ।
সামান্য একজন গাড়িচালক থেকে হঠাৎ করে এমন বিত্তবৈভবের মালিক হওয়ায় তাঁর সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে। খোঁজ নিয়ে জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় ঢাকায় এসে জীবনযুদ্ধে নেমে পড়েন আবেদ আলী। প্রথমে কুলির কাজ দিয়ে শুরু হয় তাঁর কর্মজীবন। এরপর রিকশা চালানো, হোটেলে কাজ, চাল বিক্রি করাসহ যখন যে কাজ পেয়েছেন, তা-ই করেছেন। এরপর ড্রাইভিং শিখে চাকরি নেন পিএসসিতে। এরপরই তাঁর ভাগ্য খুলতে থাকে। বর্তমানে তিনি বহু টাকা ও সম্পত্তির মালিক। ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার স্বপ্নও দেখছেন। নিজ গ্রামে গড়ে তুলেছেন তিনতলাবিশিষ্ট দালানঘর, একটি পাকা মসজিদ ও বাগান। কিনেছেন বহু ফসলি জমি।
সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি
সিয়াম ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক সম্পাদক। তবে তিনি গ্রেপ্তার হওয়ার পরপরই তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের নীতি ও নৈতিকতাপরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে এই শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
থলের বিড়াল বেরিয়ে এসেছে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত খোদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা ও কর্মচারীরাই। এরই মধ্যে প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তা, তিন কর্মচারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই চক্র অন্তত এক যুগ ধরে ক্যাডার ও নন-ক্যাডার চাকরির ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। আর এ কাজ করে বিপুল সম্পদের মালিক হয়েছেন প্রত্যেকেই।
গতকাল সোমবার সন্ধ্যায় সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া পিএসসির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তে যাঁকে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁকেই গ্রেপ্তার করা হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আলমগীর কবির, সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তাঁর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, ডেসপাস রাইডার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা- প্রহরী শাহাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুন হাসান, অডিটর প্রিয়নাথ রায়, নোমান সিদ্দিকী, আবু সোলায়মান মো. সোহেল, জাহিদুল ইসলাম, মামুনুর রশীদ, সাখাওয়াত হোসেন, সায়েম হোসেন ও লিটন সরকার।
গ্রেপ্তার হওয়া চক্রটি প্রশ্নপত্র ফাঁস করে ৫০ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত তুলে নিত। এর মধ্য দিয়ে বিপুল সম্পদ গড়েছে তারা।
প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের খোঁজ যেভাবে
৫ জুলাই শুক্রবার রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় নজরদারি বাড়ায় সিআইডি। চক্রটির অন্যতম সদস্য পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তিনি জিজ্ঞাসাবাদে জানান, পিএসসির উপপরিচালক মো. আবু জাফরের মাধ্যমে ২ কোটি টাকার বিনিময়ে শুক্রবার ওই প্রশ্নপত্র ফাঁসের চুক্তি করেন তাঁরা। চুক্তি অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস করেন। হোয়াটসঅ্যাপে তাঁরা প্রশ্ন দেন। গত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস করেন তাঁরা। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নেন। তাঁর এই তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে সিআইডি।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, ১৭ জনের মধ্যে ৬ জনই পিএসসির কর্মকর্তা-কর্মচারী। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের আলামত, ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পিএসএসির কর্মকর্তা ও কর্মচারীদের প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, পিএসসিকে বিতর্কিত করা হলে চাকরিপ্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। তাই সবার উচিত পিএসসিকে বিতর্কিত না করা।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার পিএসসির
এদিকে পিএসসি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে। গতকাল রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের নন-ক্যাডার ‘উপসহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষাসহ গত ১২ বছরে বিসিএস এবং অন্যান্য নন-ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকেই কখনো কোনো অভিযোগ ওঠেনি। এতেই প্রমাণিত, ওই সব পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। কাজেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে অভিযোগ তোলার কোনো সুযোগ নেই।
পিএসসির পরীক্ষা গ্রহণের পদ্ধতির বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাসময়ে অভিযোগ না হওয়া সত্ত্বেও ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণা কিংবা অন্য কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত প্রমাণ হলে কমিশন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
আলোচনায় গাড়িচালক আবেদ আলী
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের একজন আবেদ আলী জীবন একসময় পিএসসির চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন। পিএসসির চাকরি থেকে অবসরের পর তিনি এলাকায় গিয়ে উপজেলা নির্বাচন করেন। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এগুলোর মধ্যে ঢাকায় দুটি বহুতল ভবন এবং মাদারীপুরে একটি বিলাসবহুল বাড়ির সন্ধান রয়েছে। এ ছাড়া গত ১৮ মে আবেদ আলী তাঁর ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। হোটেল সান মেরিনা, কুয়াকাটা।’
গত উপজেলা নির্বাচনে মাদারীপুরের ডাসার এলাকায় কোটি টাকার গাড়িতে চড়ে জনসংযোগ করেন সৈয়দ আবেদ আলী জীবন ও তাঁর ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম। বাবা-ছেলে এলাকায় দান করেন দুই হাত ভরে। এলাকাবাসী জানান, আবেদ আলীর ছেলে সিয়াম শুধু একটি নয়, একাধিক দামি গাড়ি ব্যবহার করেন। সবই দামি, ঝকঝকে। পড়েছেন ভারতের শিলংয়ে। তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দ আবেদ আলী তাঁর গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এ ছাড়া তিনি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণ করছেন গরুর খামার ও শপিং সেন্টার। ডাসার উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ।
সামান্য একজন গাড়িচালক থেকে হঠাৎ করে এমন বিত্তবৈভবের মালিক হওয়ায় তাঁর সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে। খোঁজ নিয়ে জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় ঢাকায় এসে জীবনযুদ্ধে নেমে পড়েন আবেদ আলী। প্রথমে কুলির কাজ দিয়ে শুরু হয় তাঁর কর্মজীবন। এরপর রিকশা চালানো, হোটেলে কাজ, চাল বিক্রি করাসহ যখন যে কাজ পেয়েছেন, তা-ই করেছেন। এরপর ড্রাইভিং শিখে চাকরি নেন পিএসসিতে। এরপরই তাঁর ভাগ্য খুলতে থাকে। বর্তমানে তিনি বহু টাকা ও সম্পত্তির মালিক। ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার স্বপ্নও দেখছেন। নিজ গ্রামে গড়ে তুলেছেন তিনতলাবিশিষ্ট দালানঘর, একটি পাকা মসজিদ ও বাগান। কিনেছেন বহু ফসলি জমি।
সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি
সিয়াম ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক সম্পাদক। তবে তিনি গ্রেপ্তার হওয়ার পরপরই তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের নীতি ও নৈতিকতাপরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে এই শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
দেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৪৪ মিনিট আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
১ ঘণ্টা আগেনির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগেঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। সহজ হয়েছে সাক্ষাৎকারবিহীন ভিসা আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন।
২ ঘণ্টা আগে