কর্মী পাঠাতে কাতারের সঙ্গে চুক্তি সোমবার, আরও তিন দেশের চুক্তি চূড়ান্ত পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২০: ৪৭
Thumbnail image

বিদেশে কর্মী পাঠাতে চার দেশের সঙ্গে সমঝোতা স্মারক করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আজ রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, কাতারের সঙ্গে আগামীকাল (সোমবার) সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষর হবে। জর্ডানের সঙ্গে যেকোনো সময় এমওইউ স্বাক্ষর হতে পারে। এর বাইরে মরিশাস ও মাল্টার সঙ্গেও এমওইউ স্বাক্ষরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে।

বিদেশে দক্ষ কর্মী পাঠাতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলো (টিসিসি) ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তিনি। বলেন, ‘আমাদের লক্ষ্য দক্ষ কর্মী বিদেশে পাঠানো, এর জন্য আমরা টিসিসিগুলো ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছি।’

রাশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য ভবিষ্যতে ভালো বাজার হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘রাশিয়াতে এরই মধ্যে সীমিত আকারে দক্ষ কর্মী পাঠানো শুরু হয়েছে। আশা করছি, ভবিষ্যতে রাশিয়া আমাদের জন্য একটি ভালো বাজার হবে। এ ছাড়া ব্রুনেইয়ে আবারও কর্মী পাঠানো শুরু হয়েছে। আর কুয়েতে নার্স পাঠানোর কার্যক্রম অনেকখানি এগিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত