নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত থেকেই নতুন ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হবে।
আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চমালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা এবং স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে শতভাগ বাড়িয়ে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন লঞ্চমালিকেরা। তাঁরা ১০০ কিলোমিটার পর্যন্ত আগের ভাড়া ১ দশমিক ৭০ টাকার পরিবর্তে ৩ দশমিক ৪০ টাকা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ দশমিক ৪০ টাকার পরিবর্তে ২ দশমিক ৮০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন।
সভা শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর আর ভাড়া সমন্বয় করা হয়নি। বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং মালিকের লোকসান সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আর অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লঞ্চমালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম এস. কে মাহবুব বলেন, ২০১৩ সালের পর প্রথমবার ভাড়া সমন্বয় হয়েছে। সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত থেকেই নতুন ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হবে।
আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চমালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা এবং স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে শতভাগ বাড়িয়ে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন লঞ্চমালিকেরা। তাঁরা ১০০ কিলোমিটার পর্যন্ত আগের ভাড়া ১ দশমিক ৭০ টাকার পরিবর্তে ৩ দশমিক ৪০ টাকা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ দশমিক ৪০ টাকার পরিবর্তে ২ দশমিক ৮০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন।
সভা শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর আর ভাড়া সমন্বয় করা হয়নি। বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং মালিকের লোকসান সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আর অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লঞ্চমালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম এস. কে মাহবুব বলেন, ২০১৩ সালের পর প্রথমবার ভাড়া সমন্বয় হয়েছে। সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
বিগত সময়ে বঞ্চিত হওয়া অতিরিক্ত সচিবদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে চাকরি থেকে বিদায় করবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান...
৩ মিনিট আগেসরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে...
১৮ মিনিট আগেপাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনসহ মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১ ঘণ্টা আগেনবগঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার কমিশনার শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর স্বাক্ষর বইতে স্বাক্ষর করেন তনু নির্বাচন কমিশনাররা...
১ ঘণ্টা আগে