কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাদেশিদের পার্শ্ববর্তী পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি বুধবার পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। এ সময় তাঁদের পোল্যান্ড সীমান্তে চলে আসতে পরামর্শ দেওয়া হয়।
পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদের নিজ ব্যবস্থায় আসতে হবে। এরপর সেখান থেকে দূতাবাস তাঁদের সহযোগিতা করবে। দেশটিতে প্রায় ৫০০ বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করছে দূতাবাস।
এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘এর আগে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপদে জায়গায় থাকতে নির্দেশনা দিয়েছিল। কয়েক দিন ধরে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইউক্রেনে থাকা বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত বৈঠক ও মতামত নিচ্ছেন। এ গ্রুপে সর্বশেষ ২৫০ বাংলাদেশি যুক্ত হয়েছেন। পূর্ণ সংখ্যাটি আমরা মনে করছি ৫০০ জন হবে।’
২৫০ বাংলাদেশির পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পোল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। যেহেতু এসব বাংলাদেশির পোল্যান্ডের ভিসা নেই, ফলে তাদের অন অ্যারাইভাল ভিসা দিতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। পোল্যান্ড সরকার জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করবেন। তবে এ প্রক্রিয়া এখনো বাস্তবায়ন শুরু হয়নি। বাংলাদেশ দূতাবাস ২৫০ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করবে। দূতাবাসের জরুরি কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে ইতালি ও জার্মানিতে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে বাড়তি লোকবল পোল্যান্ডে পাঠানো হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পোল্যান্ড সরকার ইউক্রেনে থাকা যেকোনো বিদেশিকে ১৫ দিন পর্যন্ত থাকতে দেবে। বাংলাদেশের চেষ্টা থাকবে এর থেকে কম সময়ের মধ্যে সেখান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার। আর পোল্যান্ডে একাধিক থাকার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের খরচে থাকবে। এগুলোর প্রস্তুতি চলছে।’
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাদেশিদের পার্শ্ববর্তী পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি বুধবার পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। এ সময় তাঁদের পোল্যান্ড সীমান্তে চলে আসতে পরামর্শ দেওয়া হয়।
পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদের নিজ ব্যবস্থায় আসতে হবে। এরপর সেখান থেকে দূতাবাস তাঁদের সহযোগিতা করবে। দেশটিতে প্রায় ৫০০ বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করছে দূতাবাস।
এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘এর আগে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপদে জায়গায় থাকতে নির্দেশনা দিয়েছিল। কয়েক দিন ধরে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইউক্রেনে থাকা বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত বৈঠক ও মতামত নিচ্ছেন। এ গ্রুপে সর্বশেষ ২৫০ বাংলাদেশি যুক্ত হয়েছেন। পূর্ণ সংখ্যাটি আমরা মনে করছি ৫০০ জন হবে।’
২৫০ বাংলাদেশির পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পোল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। যেহেতু এসব বাংলাদেশির পোল্যান্ডের ভিসা নেই, ফলে তাদের অন অ্যারাইভাল ভিসা দিতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। পোল্যান্ড সরকার জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করবেন। তবে এ প্রক্রিয়া এখনো বাস্তবায়ন শুরু হয়নি। বাংলাদেশ দূতাবাস ২৫০ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করবে। দূতাবাসের জরুরি কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে ইতালি ও জার্মানিতে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে বাড়তি লোকবল পোল্যান্ডে পাঠানো হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পোল্যান্ড সরকার ইউক্রেনে থাকা যেকোনো বিদেশিকে ১৫ দিন পর্যন্ত থাকতে দেবে। বাংলাদেশের চেষ্টা থাকবে এর থেকে কম সময়ের মধ্যে সেখান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার। আর পোল্যান্ডে একাধিক থাকার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের খরচে থাকবে। এগুলোর প্রস্তুতি চলছে।’
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির সকল কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক তানিয়া শার্মী এ আদেশ দেন...
১ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয়ের ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেকের...
২ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নতুন মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইন ও সংসদ বিষয়ক বিভাগ গতকাল রোববার রাতে অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৬ ঘণ্টা আগে