অনলাইন ডেস্ক
ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশে চার জন নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজী ও বরগুনার বামনায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে মারা গেছেন দুই জেলে। বরগুনার বেতাগীতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বরগুনা
বেতাগী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বেতাগীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার সড়িষাবাড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব চলাকালে সকালে কালিকাবাড়ি গ্রামের মো. শিপনের ছেলে ইমামুল (৭) আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বামনা উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বামনায় মাছ শিকার করতে গিয়ে গতকাল মঙ্গলবার রাতে নান্না জোমাদ্দার (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, নান্না মঙ্গলবার রাতে বাড়ির পাশের হোতাখালে মাছ শিকার করতে গেলে হঠাৎ খালের পানি বৃদ্ধি পাওয়ায় তিনি পানিতে ডুবে মারা যান। পানিতে তাঁর জাল আটকে যায়। পরে স্রোতের টানে তিনি পানিতে পড়ে তলিয়ে তাঁর মৃত্যু হয়।
ফেনী
সোনাগাজী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, সোনাগাজীতে চিংড়ি পোনা মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে হাদিউজ্জামানসহ আরও তিন জেলে ছোট ফেনী নদীতে জাল দিয়ে চিংড়ি পোনা মাছ ধরতে যান। এসময় পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতের কবলে পড়েন তাঁরা। অন্য দুজন সাঁতার কেটে উপকূলে এসে প্রাণে রক্ষা পেলেও হাদিউজ্জামান নিখোঁজ হন। নিখোঁজের ৮ ঘণ্টা পর ছোট ফেনী নদী থেকে হাদিউজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত হাদিউজ্জামান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার শেখ পাড়ার আবদুল বারী গাজীর ছেলে। সোনাগাজী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলা
লালমোহন উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশা চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর ভেঙে পড়ে। পরে রাতে তাঁকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির ছেলেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী আবার আবেদন করলে সহযোগিতা করা হবে।
এছাড়াও সারাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে ভোলার চরফ্যাশনের নিম্নাঞ্চল।
ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশে চার জন নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজী ও বরগুনার বামনায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে মারা গেছেন দুই জেলে। বরগুনার বেতাগীতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বরগুনা
বেতাগী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বেতাগীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার সড়িষাবাড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব চলাকালে সকালে কালিকাবাড়ি গ্রামের মো. শিপনের ছেলে ইমামুল (৭) আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বামনা উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বামনায় মাছ শিকার করতে গিয়ে গতকাল মঙ্গলবার রাতে নান্না জোমাদ্দার (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, নান্না মঙ্গলবার রাতে বাড়ির পাশের হোতাখালে মাছ শিকার করতে গেলে হঠাৎ খালের পানি বৃদ্ধি পাওয়ায় তিনি পানিতে ডুবে মারা যান। পানিতে তাঁর জাল আটকে যায়। পরে স্রোতের টানে তিনি পানিতে পড়ে তলিয়ে তাঁর মৃত্যু হয়।
ফেনী
সোনাগাজী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, সোনাগাজীতে চিংড়ি পোনা মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে হাদিউজ্জামানসহ আরও তিন জেলে ছোট ফেনী নদীতে জাল দিয়ে চিংড়ি পোনা মাছ ধরতে যান। এসময় পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতের কবলে পড়েন তাঁরা। অন্য দুজন সাঁতার কেটে উপকূলে এসে প্রাণে রক্ষা পেলেও হাদিউজ্জামান নিখোঁজ হন। নিখোঁজের ৮ ঘণ্টা পর ছোট ফেনী নদী থেকে হাদিউজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত হাদিউজ্জামান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার শেখ পাড়ার আবদুল বারী গাজীর ছেলে। সোনাগাজী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলা
লালমোহন উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশা চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর ভেঙে পড়ে। পরে রাতে তাঁকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির ছেলেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী আবার আবেদন করলে সহযোগিতা করা হবে।
এছাড়াও সারাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে ভোলার চরফ্যাশনের নিম্নাঞ্চল।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৪ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৫ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৬ ঘণ্টা আগে