অনলাইন ডেস্ক
চলতি বছরের ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত এখনো উপদেষ্টা পরিষদে হয়নি।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
কম সংস্কার হলে চলতি ডিসেম্বরে নির্বাচন এবং বেশি হলে আগামী বছরের প্রথমার্ধে (জুন, ২০২৬) নির্বাচন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘আজও পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার কম চায়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে; আর যদি সংস্কার একটু বেশি চায়, তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে।’
তবে জুনে নির্বাচন করার কিছু অসুবিধার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘এপ্রিল মাস থেকে কালবৈশাখী শুরু হয়, এরপর বর্ষা শুরু হয়। ফলে এপ্রিল-মে-জুন এই তিন মাস আবহাওয়ার কারণে নির্বাচন করা কঠিন। আমার ধারণা, নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে হবে, না হয় সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।’
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি অন্তর্বর্তী সরকার দেখবে। এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তবে এখনো সেখানে কোনো আলাপ হয়নি।
চলতি বছরের ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত এখনো উপদেষ্টা পরিষদে হয়নি।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
কম সংস্কার হলে চলতি ডিসেম্বরে নির্বাচন এবং বেশি হলে আগামী বছরের প্রথমার্ধে (জুন, ২০২৬) নির্বাচন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘আজও পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার কম চায়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে; আর যদি সংস্কার একটু বেশি চায়, তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে।’
তবে জুনে নির্বাচন করার কিছু অসুবিধার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘এপ্রিল মাস থেকে কালবৈশাখী শুরু হয়, এরপর বর্ষা শুরু হয়। ফলে এপ্রিল-মে-জুন এই তিন মাস আবহাওয়ার কারণে নির্বাচন করা কঠিন। আমার ধারণা, নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে হবে, না হয় সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।’
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি অন্তর্বর্তী সরকার দেখবে। এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তবে এখনো সেখানে কোনো আলাপ হয়নি।
বাংলাদেশে তিস্তা নদীসহ পানিসম্পদ খাতের সমন্বিত ব্যবস্থাপনায় যুক্ত হবে চীন। বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে চলা অভিন্ন নদী যমুনার উজানে পানিপ্রবাহের বিষয়ে তথ্য দেবে দেশটি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের শীর্ষ বৈঠকে গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত হয়।
১ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সুপারিশ জমা দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৪টি রাজনৈতিক দল। এসব সুপারিশ পর্যালোচনায় দেখা গেছে, সংবিধান সংস্কার ও নির্বাচন-সংক্রান্ত বিষয়ে বড় ধরনের মতানৈক্য রয়েছে বড় দলগুলোর মধ্যে।
১ ঘণ্টা আগেভিড় থাকলেও ট্রেন ছেড়ে যাচ্ছে সময়মতো। মহাসড়কে বাস আটকে যাচ্ছে না অসহনীয় জটে। ঢাকা থেকে লঞ্চযাত্রায় এখন আর আগের মতো ঠেলাঠেলি নেই। ঈদযাত্রায় ঘরমুখী মানুষকে তাই পড়তে হচ্ছে না বড় কোনো বিড়ম্বনায়।
৩ ঘণ্টা আগেচীনের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি চীনা বিনিয়োগকারীদের পশ্চিমা দেশ ও এশিয়ায় পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে