সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী হত্যার প্রতিবাদ জানাল সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ১০
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৩০

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাশকে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে সরকার। 

আজ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক কূটনৈতিক পত্রে এ প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নৃশংস ও অবাঞ্ছিত এই হত্যাকাণ্ডটি ১৯৭৫ সালে সই হওয়া দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালার লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ ঘটনায় উদ্বিগ্ন। 

সরকার এ ধরনের ঘটনা বন্ধ করা এবং এ জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের প্রতি দাবি জানায়। 

অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা গত রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের ৪৫ ঘণ্টা পর বিএসএফ লাশ হস্তান্তর করে। স্বর্ণা জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত