নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তাঁর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তাঁর বাবার নাম আলতু মিয়া।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তুষ্টিসহ চার শিক্ষার্থী মিলে ওই ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট থাকতেন জানিয়ে সাইফুল আরও জানান, সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন তুষ্টি। এ ছাড়া তাঁর ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।’
মৃতের রুমমেট সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল নিউমার্কেটে বৃষ্টিতে ভিজেছেন তাঁরা। এর পর থেকে অসুস্থ বোধ করছিলেন তুষ্টি। গতকাল বিকেলের পর বাসা থেকে বের হননি। আগে থেকেই ঠান্ডার সমস্যা ছিল। সকালে বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি। তাতেও কাজ হয় না। এদিকে পানির কলও খোলা ছিল। পরে ৯৯৯–এ কল দিই। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁকে।’
ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তাঁর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তাঁর বাবার নাম আলতু মিয়া।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তুষ্টিসহ চার শিক্ষার্থী মিলে ওই ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট থাকতেন জানিয়ে সাইফুল আরও জানান, সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন তুষ্টি। এ ছাড়া তাঁর ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।’
মৃতের রুমমেট সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল নিউমার্কেটে বৃষ্টিতে ভিজেছেন তাঁরা। এর পর থেকে অসুস্থ বোধ করছিলেন তুষ্টি। গতকাল বিকেলের পর বাসা থেকে বের হননি। আগে থেকেই ঠান্ডার সমস্যা ছিল। সকালে বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি। তাতেও কাজ হয় না। এদিকে পানির কলও খোলা ছিল। পরে ৯৯৯–এ কল দিই। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁকে।’
সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে মশার উৎপাত। কয়েক মাস ধরে এমন উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে দিনের বেলায় কোনো রকমে টিকতে পারলেও সন্ধ্যা হওয়ার পরপর ঘরে-বাইরে মশার যন্ত্রণায় দাঁড়ানোই দায় হয়ে পড়ে। এ অবস্থায় আসন্ন গরমের মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদেরা।
৯ ঘণ্টা আগেশুধু রাত নয়, দিনদুপুরেও মহাসড়কে বাসে ডাকাতি হয়েছে। রাতে সড়ক-মহাসড়কে বাসসহ যানবাহনে একের পর এক ডাকাতিতে তৈরি হওয়া আতঙ্কে নতুন মাত্রা যুক্ত করেছে গত রোববার ঢাকা-আরিচা মহাসড়কে বেলা দুইটায় সাভারের রেডিও কলোনি এলাকার এই ডাকাতি। রাতের মতো দিনেও যেন অরক্ষিত মহাসড়ক।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
১৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন একটি সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন, যেখানে কোনো বেওয়ারিশ লাশ থাকবে না। তিনি বলেছেন, ‘এমন এক সমাজ চাই, যেখানে বেওয়ারিশ লাশ যেন না থাকে। আমাদের লক্ষ্যও সেটি।’
১৩ ঘণ্টা আগে