নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এয়ার বাবল চুক্তির আওতায় আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চালু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে পাঠানো ফিরতি চিঠিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, নিয়মিত ফ্লাইট চলাচল শুরুর আগে পর্যন্ত বাংলাদেশ থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি দুটি করে চারটি এবং বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অবশ্য সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার প্রস্তাবও রেখেছে বেবিচক। এ প্রস্তাব অনুযায়ী, বিমান ঢাকা-কলকাতা তিনটি ও ঢাকা-দিল্লি দুটি, ইউএস বাংলা ঢাকা-কলকাতা একটি ও ঢাকা-চেন্নাই তিনটি এবং নভোএয়ার একটি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এয়ার বাবলের কিছু শর্তও উল্লেখ করা হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে, কোভিড টিকা নেওয়া থাকুক বা না থাকুক ভারত ভ্রমণ করা যাত্রীকে বাংলাদেশে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে পিসিআর টেস্টসহ গত ১৬ আগস্ট জারি করা এয়ার ট্রান্সপোর্টেশন সার্কুলারে উল্লেখিত অন্যান্য নির্দেশনাও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশনা সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। এ ছাড়া প্রতি ফ্লাইটের ধারণ ক্ষমতার ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
দুই দেশেই অপর দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ভবিষ্যতে আরও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বন করা হতে পারে।
জানা যায়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গত ২৮ আগস্ট বেবিচককে এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের কথা জানায়। সেই চিঠির জবাবে বেবিচক ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা বলেছে।
এর আগে গত ৪ আগস্ট বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবেই ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে। সেখানে বলা হয়, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশ থেকে ভারত যাওয়া যাত্রীদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করানোর কথা বলেছে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এয়ার বাবল চুক্তির আওতায় আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চালু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে পাঠানো ফিরতি চিঠিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, নিয়মিত ফ্লাইট চলাচল শুরুর আগে পর্যন্ত বাংলাদেশ থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি দুটি করে চারটি এবং বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অবশ্য সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার প্রস্তাবও রেখেছে বেবিচক। এ প্রস্তাব অনুযায়ী, বিমান ঢাকা-কলকাতা তিনটি ও ঢাকা-দিল্লি দুটি, ইউএস বাংলা ঢাকা-কলকাতা একটি ও ঢাকা-চেন্নাই তিনটি এবং নভোএয়ার একটি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এয়ার বাবলের কিছু শর্তও উল্লেখ করা হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে, কোভিড টিকা নেওয়া থাকুক বা না থাকুক ভারত ভ্রমণ করা যাত্রীকে বাংলাদেশে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে পিসিআর টেস্টসহ গত ১৬ আগস্ট জারি করা এয়ার ট্রান্সপোর্টেশন সার্কুলারে উল্লেখিত অন্যান্য নির্দেশনাও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশনা সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। এ ছাড়া প্রতি ফ্লাইটের ধারণ ক্ষমতার ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
দুই দেশেই অপর দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ভবিষ্যতে আরও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বন করা হতে পারে।
জানা যায়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গত ২৮ আগস্ট বেবিচককে এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের কথা জানায়। সেই চিঠির জবাবে বেবিচক ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা বলেছে।
এর আগে গত ৪ আগস্ট বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবেই ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে। সেখানে বলা হয়, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশ থেকে ভারত যাওয়া যাত্রীদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করানোর কথা বলেছে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে ছয় সদস্যের সার্চ কমিটি করেছে সরকার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে আজ বৃহস্পতিবার সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২৭ মিনিট আগেরাষ্ট্র সংস্কারে অগ্রাধিকার দেওয়া অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের জন্য চাপ বাড়ছে। বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে।
১ ঘণ্টা আগেগত এক সপ্তাহে দেশের ১১টি জেলার বিভিন্ন আদালতে ৭৫২ জন আইনজীবীকে সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেআরও ৪ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন ভোটার বেড়েছে। তাঁদের মধ্যে দেশে ৪ লাখ ৫১ হাজার ২২৯ জন এবং প্রবাসে থাকা ১২ হাজার ২১০ জন নতুন ভোটার হয়েছেন। গত আট মাসে তাঁরা নিজ উদ্যোগে ভোটার হন।
৩ ঘণ্টা আগে